অস্ত্র সহ দুর্ধষ ডাকাত রাউজানের জানে আলম আটক

শফিউল আলম, রাউজানবার্তাঃ
রাউজানের কদলপুর ইউনিয়নের ভোমরপাড়া এলাকার বাসিন্দ্বা আাজিজুল হক মুন্সির পুত্র দুর্ধর্ষ ডাকাত জানে আলম (৩৯) কে অস্ত্র সহ আটক করে rab-৭ এর একটি দল।

rab -৭ এর সিনিয়র সহকারী পরিচালক (মিডিয়া) নুরুল আবছার বলেন, গত ৯ মার্চ শনিবার দিাবাগত রাত ৯টা ৪৫মিনিটের সময়ে কদলপুর ইউনিয়নের দক্ষিন জয়নগরস্থ চন্দ্রজ্যেতি বিহারের সামনে পাকা রাস্তা থেকে দুর্ধষ ডাকাত জানে আলমকে আটক করে rab। rabএর উপস্থিতি টের পেয়ে দুর্ধষ ডাকাত জানে আলম সহ দুজন পালিয়ে যাওয়ার চেষ্টা করে। ঐ সময়ে rab এর সদস্যরা ধাওয়া করে দুর্ধর্ষ ডাকাত জানে আলমকে আটক করে। দুর্ধষ ডাকাত জানে আলমের ব্যাগ তল্লাসী করে ২টি দেশীয় তৈয়ারী অস্ত্র ও ১ রাউন্ড কার্তুজ উদ্দার করে। দুর্দষ ডাকাত জানে আলম ও তার সহযোগিরা এলঅকায় চাদাঁবাজী, জমি দখল, সহ বিভিন্ন অপরাধের সাথে জড়িত রয়েছে।

ডাকাত জানে আলমের বিরুদ্বে রাউজান ও হাটহাজারী থানায় নারী ও শিশু নির্যাতন, ডাকতি, চুরি, হত্যার প্রচেষ্টা ও অস্ত্র আইন ৬টি মামলা রয়েছে। দুর্ধষ ডাকাত জানে আলমকে আটক করার পর আইনী প্রক্রিয়া সম্পন্ন করে তাকে রাউজান থানায় সোর্পদ করা হবে বলে জানা যায় ।