

শফিউল আলম, রাউজানবার্তাঃ
রাউজান উপজেলা সদরের রাউজান রাঙ্গুনিয়া নিজাম উদ্দিন পাবলিক হল মাঠে মরহুম একে এম ফজলুল কবির চৌধুরী ব্যাডমিন্টন টুর্নামেন্টের আয়োজন করা হয়। রাউজান পৌরসভার মেয়র জমির উদ্দিন পারভেজের সার্বিক সহযোগিতায় এই টুর্নামেন্টের আয়োজন করা হয় । টুনামেন্টে ১৬টি টিম অংশ গ্রহন করেন।
গত ২৩ ফেব্রুয়ারি বুধবার সন্দ্ব্যায় টুর্নামেন্টের উদ্বোধন করেন রাউজান পৌরসভার মেয়র জমির উদ্দিন পারভেজ । রাউজান পৌরসভার ৭নং ওয়ার্ড কাউন্সিলর আজাদ হোসেনের সভাপতিত্বে ও আবিরের সঞ্চলনায় অনুষ্টিত টুর্নামেন্টের উদ্বোধনী অনুষ্টানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন রাউজান উপজেলা নির্বাহী অফিসার জোনায়েদ কবির সোহাগ।
অনুষ্টানে বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম পল্লী বিদ্যুৎ সমিতির সভাপতি তসলিম উদ্দিন, উপজেলা যুব উন্নয়ন অফিসার শাহ ই জাহান, সেন্ট্রাল বয়েজ অব রাউজানের সভাপতি সাইদুল ইসলাম প্রমুখ।
টুনামেন্টে অংশ গ্রহনকারী দলের মধ্যে চ্যাম্পিয়ন দলকে ৫ হাজার টাকা ও রানার্স আপ দলকে ৩ হাজার টাকা প্রাইজমানি দেওয়া হয় ।