রাউজানে প্রেমিক যুগলের লাশ উদ্ধার
লেখক : সাহেদুর রহমান মোরশেদ | প্রকাশ: ২০২২-০২-২৮ ০০:৫৮:০৪

রাউজানবার্তা প্রতিবেদকঃ
রাউজানে আশামনি ও জয় বড়ুয়া নামের প্রেমিক যুগলের লাশ উদ্ধার করেছে পুলিশ। ২৭ ফেব্রুয়ারি (রবিবার) রাত ১০টার দিকে উপজেলার পাহাড়তলী ইউনিয়নের মহামুনি গ্রামের ভগবান দারোগা বাড়ির সুব্রত মুৎসুদ্দির বাড়ি থেকে লাশ দুটি উদ্ধার করা হয়।
স্থানীয়দের ধারনা প্রেমিকাকে খুন করে প্রেমিক নিজে আত্মহত্যা করেছে।
নিহত প্রেমিক মহামুনি গ্রামের ৮ নম্বর ওয়ার্ডের নিলেন্দু বড়ুয়া নিলুর ছেলে জয় বড়ুয়া (২৬) ও নিহত প্রেমিকা একই গ্রামের ৯ নম্বর ওয়ার্ডের উদয়ন চৌধুরীর বাড়ির রনজিৎ চৌধুরী বাবলুর মেয়ে অন্বেষা চৌধুরী আশামনি (১৯)।
রাউজান থানার ওসি আব্দুল্লাহ আল হারুন বলেন, আমরা লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠিয়েছি। তদন্তের পর ঘটনা বিস্তারিত জানা যাবে।
© 2019 - All Rights Reversed raozanbarta24.com
Web Developed By : HostBuzz Inc