রাউজানের দক্ষিন হিংগলায় হজরত আবদুল ছোবাহান শাহ (রাঃ) এর ওরশ শরীফ অনুষ্টিত
লেখক : সাহেদুর রহমান মোরশেদ | প্রকাশ: ২০২২-০৩-১১ ০০:২৯:২৬

শফিউল আলম, রাউজানবার্তাঃ
রাউজানের দক্ষিন হিংগলায় হজরত আবদুল ছোবাহান শাহ (রাঃ) এর ওরশ শরীফ অনুষ্টিত হয়।
ওরশ শরীফ উপলক্ষে খতমে কোরআন, মিলাদ মাহফিলের আয়োজন করা হয়। দক্ষিন হিংগলা আবিদ আলী তালুকদার জামে মসজিদ মাঠে অনুষ্টিত মাহফিলে তকরির করেন আল্লামা হাফেজ রুহুল আমিন।
ওরশ পরিচালনা কমিটির সভাপতি রাউজান প্রেস ক্লাবের সভাপতি শফিউল আলমের সভাপতিত্বে অনুষ্টিত মাহফিলে আরো উপস্থিত ছিলেন ওরশ পরিচালনা কমিটির সহ সভাপতি ডাবুয়া ইউনিয়ন ৯নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি আবু জাফর,
সাধারন সম্পাদক আসলাম সিকদার, কাজী আসলাম উদ্দিন, নাসির উদ্দিন তালুকদার, সজিব, রাকিব, নুর মোহাম্মদ, সেলিম উদ্দিন নেজাম উদ্দিন, হারুন প্রমুখ । মাহফিল শেষে তবরক বিতরন করা হয় ।
© 2019 - All Rights Reversed raozanbarta24.com
Web Developed By : HostBuzz Inc