রাউজানে নানা আয়োজনে আপন পাঠাগারের ৪র্থ প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন
লেখক : সাহেদুর রহমান মোরশেদ | প্রকাশ: ২০২৫-০৪-১৮ ১৯:১৩:১৫


নেজাম উদ্দিন রানাঃ
চট্টগ্রামের রাউজানে নানা আয়োজনের মধ্য দিয়ে আপন পাঠাগারের ৪র্থ প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করা হয়েছে। আয়োজনের মধ্য ছিল কেক কাটা, আলোচনা সভা, গুণীজন সংবর্ধনা, সুধীজন মিলনমেলা ও আলোচনা ও সাংস্কৃতিক অনুষ্ঠান।
১৮ এপ্রিল শুক্রবার বিকাল ৩ টায় পশ্চিম গুজরা উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে প্রতিষ্টাবার্ষিকীর অনুষ্ঠানে অনুষ্ঠানে সাতকানিয়া খাগরিয়া বহুমুখী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক অনুপম মহাজনের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন অগ্রণী ব্যাংকের সাবেক জেনারেল ম্যানেজার তাপস সরকার।
সংবর্ধিত অতিথি ছিলেন সমাজকর্মী নুরুল ইসলাম নাহিদ, রাউজান প্রেস ক্লাব সহ-সভাপতি সাংস্কৃতিক ব্যক্তিত্ব যীশু সেন, রাউজান প্রেস ক্লাব সাধারণ সম্পাদক নেজাম উদ্দিন রানা।
আপন পাঠাগারের প্রতিষ্ঠাতা, পশ্চিম গুজরা উচ্চ বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক শেখর ঘোষ আপন এর সঞ্চালনায় বিশেষ অতিথি ছিলেন রাউজান বেগম রোকেয়া পাঠাগারের সভাপতি, চিকদাইর উচ্চ বিদ্যালযের সিনিয়র শিক্ষক প্রিয়ম দে।
বক্তব্য রাখেন সংগঠক মিলন ঘোষ, খোকন ভট্টাচার্য, পাভেল চৌধুরী, শিমূল ঘোষ, ঋত্বিক দেওয়ানজী, অর্পিতা বিশ্বাস, নবনীতা, অবন্তিকা, ভূমিকা, চৈতি, উর্মি, শর্মি, জয়ন্তী, গায়ত্রী প্রমূখ।
বক্তারা বলেন, আলোকিত সমাজ বিনির্মানে আপন পাঠাগার সমুজ্জ্বল ভূমিকা রাখছে। তরুণ প্রজন্মকে বইপাঠে উৎসাহিত করতে পাঠাগারের কার্যক্রমের ভূয়সী প্রশংসা করেন অতিথিবৃন্দ।
পরে পাঠাগারের শিক্ষার্থীদের নিয়ে প্রতিষ্ঠাবার্ষিকীর কেক কাটেন অতিথিগণ।
সাংস্কৃতিক অনুষ্ঠানে একক ও দলীয় সংগীত পরিবেশন করেন পাঠাগারের সদস্যরা।
© 2019 - All Rights Reversed raozanbarta24.com
Web Developed By : HostBuzz Inc