আজ , বুধবার, ২১ মে ২০২৫

রাউজানে সড়ক দুর্ঘটনায় মোটর সাইকেল আরোহী নিহত

লেখক : সাহেদুর রহমান মোরশেদ | প্রকাশ: ২০২৪-০৫-০৬ ২৩:৫৩:৫৭

শফিউল আলম, রাউজানবার্তাঃ
মোঃ মিজান চৌধুরী নামের এক মোটর সাইকেল আরোহী নিহত হয়েছে। ৬ মে সোমবার দুপুর আনুমানিক ১টার দিকে রাউজান পৌরসভার জলিল নগরে এই দুর্ঘটনাটি ঘটে।

নিহত মিজান চৌধুরী রাউজান পৌরসভার ৫নম্বর ওয়ার্ডের শাহ আলম চৌধুরীর পুত্র। প্রবাস থেকে মিজান চৌধুরী সম্প্রতি ছুটিতে দেশে আসেন।

প্রত্যক্ষদর্শীরা জানান, দুপুরে চট্টগ্রাম-রাঙামাটি মহাসড়কের জলিলনগরে নছিমন গাড়ির সঙ্গে মোটরসাইকেলের সংঘর্ষে হলে মিজান চৌধুরীর মৃত্যু হয়।

এদিকে সড়ক দুর্ঘটনায় মিজান চৌধুরীর মৃত্যুর সংবাদ জানাজানি হলে তার পরিবারে শোকের ছায়া নেমে আসে। নিহত মিজান চৌধুরীর ছোট ভাই, ছাত্রলীগ নেতা ইয়াছিন চৌধুরী ইমন তার ভাইয়ের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।

রাউজান হাইওয়ে থানার ওসি দেলোয়ার হোসেন বলেন, সড়ক দুর্ঘটনায় নিহত হয়েছে এই ধরনের সংবাদ পাইনি। বিষয়টি সম্পর্কে খবর নিতে হাইওয়ে থানার একটি টিম ঘটনাস্থলে গিয়েছে৷ তারা আসলে বিস্তারিত জানাতে পারবো।