রাউজানের নোয়াপাড়ায় গোলাগুলি, যুবদল নেতা গুলিবিদ্ধ
লেখক : সাহেদুর রহমান মোরশেদ | প্রকাশ: ২০২৪-০৯-০৮ ০০:৩৬:২৮


রাউজানবার্তা প্রতিবেদকঃ
চট্টগ্রামের রাউজানে হঠাৎ গুলি বর্ষণের ঘটনা ঘটেছে। গোলাগুলিতে বেশ কয়েকজন আহত হয়েছেন বলে খবর পাওয়া গেছে। ৭ সেপ্টেম্বর শনিবার রাত ৮ টায় চট্টগ্রাম কাপ্তাই সড়কের রাউজান নোয়াপাড়া পথেরহাট বাজার এলাকায় এ ঘটনা ঘটে।
স্থানীয় প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, মুহুর্মুহু গোলাগুলির শব্দে আতঙ্কিত হয়ে দিক্বিদিক ছুটাছুটি করেন লোকজন। ব্যবসায়ীরা দোকান বন্ধ করে যে যেদিকে পেরেছেন নোয়াপাড়া ত্যাগ করেছেন। ১৫-২০ মিনিটের মধ্যে পুরো জনশূণ্য হয়ে পড়ে নোয়াপাড়া পথের হাট। এতে গুলিবিদ্ধ হন উপজেলার ফরিদ উদ্দিন (৫১) নামে এক যুবদল নেতা। তাকে প্রথমে কসমিক হাসপাতালে পরে চমেক হাসপাতালে নেওয়া হয়। গুলিবিদ্ধ ফরিদ রাউজানের বদুমুন্সিপাড়া এলাকার বাসিন্ধা।
নাম প্রকাশে অনিচ্ছুক ঘটনার এক প্রত্যক্ষদর্শী বলেন, হঠাৎ গোলাগুলির শব্দ পেয়ে আমরা দৌঁড়ে দ্রুত নিরাপদ স্থানে চলে যাই। তবে কী কারণে এবং কারা এ ঘটনা ঘটিয়েছে তা কেউ আঁচ করতে পারেনি। প্রায় ১৫ থেকে ২০ মিনিট ধরে বেশ কয়েক রাউন্ড গুলি ছোড়ে অস্ত্রধারীরা ঘটনাস্থল ত্যাগ করে।
রাউজান থানার পরিদর্শক (ওসি তদন্ত) সিদ্দিকুর রহমান বলেন, আমরা গোলাগুলির ঘটনার তথ্য পেয়ে ঘটনাস্থলে যাচ্ছি। বিস্তারিত পরে জানানো হবে।
ঘটনাস্থল পরিদর্শনে আসা রাউজান- রাঙ্গুনিয়া সার্কেলের সহকারী পুলিশ সুপার হুমায়ুন কবির শনিবার রাত সাড়ে নয়টায় বলেন, ঘটনাস্থলে আছি। বাজারের লোকজনের সাথে কথা বলছি। গোলাগুলির ঘটনা সঠিক। পরে বিস্তারিত জানানো হবে।
© 2019 - All Rights Reversed raozanbarta24.com
Web Developed By : HostBuzz Inc