আজ , বুধবার, ২১ মে ২০২৫

রাউজানে ফিলিস্তিনে গণহত্যার প্রতিবাদে জামায়াতে ইসলামী’র বিক্ষোভ মিছিল ও পথসভা

লেখক : সাহেদুর রহমান মোরশেদ | প্রকাশ: ২০২৫-০৪-১৫ ১৭:২৪:২১

নিজস্ব প্রতিবেদকঃ

ইসরায়েল কর্তৃক ফিলিস্তিনে চলমান নৃশংস গণহত্যা ও বর্বরোচিত হামলার প্রতিবাদে বাংলাদেশ জামায়াতে ইসলামীর রাউজান উপজেলা শাখার উদ্যোগে বিক্ষোভ মিছিল ও পথসভা অনুষ্ঠিত হয়েছে।

১৪ এপ্রিল (সোমবার) বিকাল ৫টায় উপজেলার নোয়াপাড়া পথের হাট বাজার চত্বর থেকে শুরু হয় বিক্ষোভ মিছিল। মিছিল শেষে সেখানে এক পথসভা অনুষ্ঠিত হয়।

সভায় সভাপতিত্ব করেন রাউজান উপজেলা জামায়াতের আমীর শাহজাহান মঞ্জু এবং সঞ্চালনায় ছিলেন সেক্রেটারি মুহাম্মদ রিদোয়ান শাহ।

এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ জামায়াতে ইসলামী চট্টগ্রাম উত্তর জেলা বায়তুলমাল সেক্রেটারি অধ্যাপক ড. আব্দুল হামিদ চৌধুরী।

অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন ছাত্র শিবির সভাপতি তৌহিদুল ইসলাম, সেক্রেটারি মনিরুল ইসলাম, উপজেলা সহ-সেক্রেটারি ইউছুফ ইমন, শ্রমিক কল্যাণ ফেডারেশন সভাপতি মুহাম্মদ আবুল হাশেম, সহ-সভাপতি আজম খান, সেক্রেটারি মাওলানা ফরিদুল ইসলাম, কর্মপরিষদ সদস্য এরশাদুল ইসলাম, উরকিরচর ইউনিয়ন সভাপতি মুহাম্মদ কলিমুল্লাহ, বাগোয়ান ইউনিয়ন সভাপতি মাওলানা জাহাঙ্গীর আলম, পশ্চিম গুজরা ইউনিয়ন সভাপতি রবিউল হোসেন, পৌরসভা সেক্রেটারি মাওলানা আব্দুল কাদের, সহ-সেক্রেটারি কুতুবউদ্দিন জিলানী, নোয়াপাড়া ইউনিয়ন সভাপতি নুরুন্নবী চৌধুরী ও সেক্রেটারি মুহাম্মদ ইলিয়াস।

বক্তারা ইসরায়েলের বর্বর হামলার তীব্র নিন্দা জানান এবং বিশ্ববাসীকে ফিলিস্তিনের পক্ষে সোচ্চার হওয়ার আহ্বান জানান।