আজ , বুধবার, ২১ মে ২০২৫

রাউজানে কৃষাণীর গোয়ালঘর থেকে চারটি গরু চুরি

লেখক : সাহেদুর রহমান মোরশেদ | প্রকাশ: ২০২৫-০৪-১৩ ১৬:৫০:২৬

 

নিজস্ব প্রতিবেদকঃ
চট্টগ্রামের রাউজান উপজেলায় এক কৃষাণীর গোয়ালঘর থেকে চারটি গরু চুরি হয়েছে। চুরি হওয়া গরুগুলোর আনুমানিক বাজারমূল্য প্রায় ২ লাখ ৬০ হাজার টাকা বলে জানিয়েছেন ভুক্তভোগী।

জানা যায়, রবিবার (১২ এপ্রিল) ভোররাতে রাউজান উপজেলার কদলপুর ইউনিয়নের কালাকাতের পাড়া এলাকায় এই চুরির ঘটনা ঘটে। ক্ষতিগ্রস্ত কৃষাণী আরাফা খাতুন (৬৫) জানান, “রাতে প্রতিদিনের মতো গরুগুলোকে কুড়া-ভুষি খাইয়ে গোয়ালঘরে বেঁধে ঘুমিয়ে পড়ি। সকালে উঠে দেখি গোয়ালঘরে গরুগুলোর রশি কাটা, পাঁচটি গরুর মধ্যে একটি গরুও নেই।” পরে কয়েকশ ফুট দূরে একটি বাচুর সন্ধান পাওয়া গেলেও বাকি তিনটি গাভী ও একটি ষাঁড়ের কোনো খোঁজ মেলেনি।

তিনি আরও জানান, অনেক কষ্টে লালন-পালন করা গরুগুলোর বর্তমান বাজারমূল্য প্রায় আড়াই লাখ টাকা। পরে তিনি রাউজান থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন।

স্থানীয় ওয়ার্ড প্রতিনিধি সৈয়দ ফয়েজুল ইসলাম বলেন, “কদলপুর এলাকায় গরু চুরির ঘটনা নতুন নয়। এর আগেও একাধিক গরু চুরির ঘটনা ঘটেছে। কিন্তু প্রশাসন কোনো কার্যকর ব্যবস্থা নিচ্ছে না।”

এ বিষয়ে রাউজান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুল ইসলাম ভূইঁয়া বলেন, “গরু চুরির বিষয়ে এখনো কেউ থানায় আসেননি। তবে অভিযোগ পেলে বিষয়টি খতিয়ে দেখা হবে।”