নোয়াজিষপুরে বিনামূল্যে চিকিৎসা সেবা কর্মসূচির উদ্বোধন
লেখক : সাহেদুর রহমান মোরশেদ | প্রকাশ: ২০২৫-০৪-১২ ২৩:৩৯:৫৬


রাউজানবার্তা প্রতিবেদকঃ
রাউজান উপজেলার নোয়াজিষপুর ইউনিয়নে বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক এস. এম. জাহেদুল আলমের সার্বিক সহযোগিতায় সপ্তাহে একদিন বিনামূল্যে চিকিৎসা সেবা প্রদান কর্মসূচি শুরু হয়েছে।
শুক্রবার (১২ এপ্রিল) সকালে নোয়াজিষপুরের মাওলানা হুসাইন উজ্জামান বাড়িতে এ কর্মসূচির উদ্বোধন করেন সমাজসেবক আলহাজ্ব এস. এম. দিদারুল আলম।
চিকিৎসা সেবা প্রদান করেন চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের এমবিবিএস ডাক্তার ও চর্ম ও যৌন রোগ বিশেষজ্ঞ ডা. সৈয়দ মুরতুজা ইকবাল। তিনি মেডিসিন, শিশু, চর্ম, এলার্জিসহ বিভিন্ন রোগের পরীক্ষা-নিরীক্ষা ও পরামর্শ দেন।
অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাবেক ইউপি সদস্য আলহাজ্ব কামাল উদ্দিন, উপজেলা ছাত্রদলের সাবেক সিনিয়র যুগ্ম আহ্বায়ক দিদারুল আলম, সাবেক সেনা কর্মকর্তা নাজির হোসেন, মাওলানা হুসাইন উজ্জামান সমাজকল্যাণ পরিষদের যুগ্ম সম্পাদক মো. আবেদ মোস্তাফা, এস. এম. বেলাল ওমর এবং মুহাম্মদ ইব্রাহিমসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।
প্রচুর সংখ্যক নারী, শিশু ও পুরুষ বিনামূল্যে এ চিকিৎসা সেবা গ্রহণ করেন। প্রতি সপ্তাহের শনিবার সকাল ১০টা থেকে দুপুর ২টা পর্যন্ত এ সেবা চালু থাকবে বলে আয়োজকরা জানিয়েছেন।
© 2019 - All Rights Reversed raozanbarta24.com
Web Developed By : HostBuzz Inc