আজ , বুধবার, ২১ মে ২০২৫

রাউজানে ৫ বছরের সাজাপ্রাপ্ত আসামি গ্রেফতার

লেখক : সাহেদুর রহমান মোরশেদ | প্রকাশ: ২০২৫-০৪-১২ ১৬:১৩:৩৬

 

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রামঃ

রাউজান থানা পুলিশ বিশেষ অভিযানে ৫ বছরের সশ্রম কারাদণ্ডপ্রাপ্ত এক সাজাপ্রাপ্ত আসামিকে গ্রেফতার করেছে।

থানা সূত্রে জানা যায়, শনিবার (১২ এপ্রিল) রাউজান থানার অফিসার ইনচার্জের দিকনির্দেশনায় এসআই (নিঃ) মোঃ মামুন ভূইয়া সঙ্গীয় ফোর্সসহ অভিযান পরিচালনা করে আসামিকে গ্রেফতার করেন।

গ্রেফতারকৃত মোঃ রনি, উপজেলার পাহাড়তলী খান পাড়া, মফজল হাজীর বাড়ির মোহাম্মদ বখতেয়ার এর ছেলে।

তার বিরুদ্ধে রাউজান থানার মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের ধারায় দায়েরকৃত মামলায় আদালত ৫ বছরের সশ্রম কারাদণ্ড প্রদান করেন।

রাউজান থানার অফিসার ইনচার্জ মনিরুল ইসলাম ভূঁইয়া জানান, “গ্রেফতারকৃত আসামি দীর্ঘদিন পলাতক ছিলেন। গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়েছে। মাদক ও অপরাধ দমনে রাউজান থানা পুলিশের এই ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।”