রাউজানে বৈষম্যবিরোধী ছাত্রের ওপর হামলা, ছাত্রলীগ কর্মী আটক
লেখক : সাহেদুর রহমান মোরশেদ | প্রকাশ: ২০২৫-০৪-১১ ১৯:৪৮:৫৯


নিজস্ব প্রতিবেদকঃ
চট্টগ্রামের রাউজানে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের এক কর্মীর ওপর হামলার অভিযোগ উঠেছে।আজ শুক্রবার (১১ এপ্রিল) জুমার নামাজ শেষে বাড়ি ফেরার পথে উপজেলার নোয়াপাড়া ইউনিয়ন পরিষদ কার্যালয়ের সামনে এ ঘটনা ঘটে। স্থানীয়রা অভিযুক্ত হামলাকারীকে আটক করে পুলিশের কাছে সোপর্দ করেছেন।
হামলার শিকার ইসতিয়াক হোসেন সিফাত (২১) উপজেলার নোয়াপাড়া ইউনিয়নের বাসিন্দা এবং বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন রাউজান শাখার সক্রিয় কর্মী। তিনি অভিযোগ করেন, ছাত্রলীগের এক কর্মী পেছন থেকে তার ওপর অতর্কিত হামলা চালান।
স্থানীয়রা অভিযুক্ত মুহাম্মদ ইমরান (২৬) নামে একজনকে ঘটনাস্থলে আটক করেন। তিনি নোয়াপাড়ার আশ্চার্য্য পাড়ার বাসিন্দা এবং ছাত্রলীগের স্থানীয় ইউনিটের কর্মী বলে জানা গেছে।
রাউজান নোয়াপাড়া পুলিশ ফাঁড়ির উপপরিদর্শক (এসআই) মুহাম্মদ সাইফুল ইসলাম বলেন, “আটক ইমরানের বিরুদ্ধে অস্ত্র, মাদক এবং ডাকাতির প্রস্তুতির মামলা রয়েছে। তাকে স্থানীয় জনতা পুলিশের হাতে তুলে দেন। তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হবে।”
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের রাউজান শাখা এক বিবৃতিতে ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে। বিবৃতিতে বলা হয়, “ছাত্রলীগ ও আওয়ামী লীগপন্থী কর্মীরা এখনও প্রতিনিয়ত বিরোধী ছাত্র সংগঠনের সদস্যদের ওপর হামলা চালাচ্ছেন। আমরা হামলাকারীকে দ্রুত আইনের আওতায় আনার দাবি জানাই।”
ঘটনার পর এলাকায় উত্তেজনা থাকলেও বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে বলে জানিয়েছে পুলিশ।
© 2019 - All Rights Reversed raozanbarta24.com
Web Developed By : HostBuzz Inc