আজ , বুধবার, ২১ মে ২০২৫

যাত্রীবেশে অটোরিকশা ছিনতাই, রাউজানে গাড়িসহ গ্রেপ্তার ২

লেখক : সাহেদুর রহমান মোরশেদ | প্রকাশ: ২০২৫-০৪-১১ ০১:১১:১১

চট্টগ্রাম প্রতিনিধিঃ

চট্টগ্রামের রাউজানে যাত্রীবেশে একটি সিএনজি অটোরিকশা ছিনতাইয়ের ঘটনায় দুই জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। ছিনতাইয়ের কয়েক ঘণ্টার মধ্যেই রাউজান থানা পুলিশ অভিযান চালিয়ে ছিনতাইকৃত অটোরিকশাটি উদ্ধার এবং অভিযুক্তদের হাতেনাতে আটক করতে সক্ষম হয়।

পুলিশ জানায়, গত ১০ এপ্রিল (বুধবার দিবাগত রাত ২টা ৩০ মিনিটে) চট্টগ্রাম মহানগরের কর্ণফুলী থানার মইজ্জ্যারটেক এলাকায় এস. আলম ফ্যাক্টরির সামনে থেকে ছিনতাইকারীরা যাত্রী সেজে একটি সিএনজিতে ওঠে। পরে চালককে ছুরি দেখিয়ে হত্যার হুমকি ও মারধর করে তাকে গাড়ি থেকে ফেলে দিয়ে অটোরিকশাটি ছিনিয়ে নেয় তারা।

গোপন সংবাদের ভিত্তিতে রাউজান থানা পুলিশ তাৎক্ষণিক অভিযান চালায়। চট্টগ্রাম-কাপ্তাই সড়ক হয়ে পালিয়ে যাওয়ার সময় রাউজানের বাগোয়ান ইউনিয়নের নয়াহাট এলাকার আজিজ চেয়ারম্যানের বাড়ির সামনে পুলিশের স্থাপিত চেকপোস্টে অটোরিকশাসহ দুজন ছিনতাইকারীকে আটক করা হয়।

গ্রেপ্তারকৃতরা হলেন—চট্টগ্রাম নগরীর বাকলিয়ার মো. খোকন (৩০) এবং ভোলার দৌলতখানের মো. আওলাদ হোসেন (১৯)। তাদের দুই সহযোগী—চট্টগ্রামের মো. শামীম (২৭) ও মো. সুজন (২২)—ঘটনার পর পালিয়ে যায়। পুলিশ জানিয়েছে, পলাতকদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।

ভুক্তভোগী চালক মো. আবুল হোসেনের (৬৫) দায়ের করা মামলার ভিত্তিতে রাউজান থানায় ৩৯২/৪১১/৩৪ ধারায় একটি মামলা (নং-১০, তারিখ ১০/০৪/২০২৫) রুজু করা হয়েছে।

রাউজান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুল ইসলাম ভূঁইয়া বলেন, “ছিনতাইয়ের ঘটনায় সরাসরি জড়িত দুইজনকে গ্রেপ্তার করে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। ছিনতাইকৃত সিএনজিটি জব্দ করা হয়েছে এবং পলাতকদের গ্রেপ্তারে অভিযান চলছে।”