রাউজানে চোলাই মদসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেপ্তার
লেখক : সাহেদুর রহমান মোরশেদ | প্রকাশ: ২০২৫-০৪-১১ ০১:০৪:১৩


রাউজানবার্তা প্রতিবেদকঃ
চট্টগ্রামের রাউজান উপজেলায় অভিযান চালিয়ে ১০৫ লিটার চোলাই মদসহ দুই মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ সময় মদ পরিবহনে ব্যবহৃত একটি সিএনজি অটোরিকশাও জব্দ করা হয়।
বৃহস্পতিবার (১০ এপ্রিল) সকালে রাউজান থানার অফিসার ইনচার্জের নির্দেশনায় এসআই (নিঃ) মোহাম্মদ আলী সৈকত ও সঙ্গীয় ফোর্স অভিযান পরিচালনা করেন। উপজেলার নোয়াপাড়া ইউনিয়নের বাসস্ট্যান্ড সংলগ্ন কাপ্তাই-চট্টগ্রাম সড়কে ‘মায়ের দোয়া হোটেল’-এর সামনে থেকে তাদের আটক করা হয়।
গ্রেপ্তারকৃতরা হলেন, মীরের খীল সরফভাটা, দক্ষিণ রাংগুনিয়ার মৃত নুরুল আলম এর ছেলে মাহাবু আলম (২৫) এবং চর গাংচিল চর এলাহি ইউনিয়ন, কোম্পানীগঞ্জ, নোয়াখালী; মো. বাহার এর ছেলে বেলাল (৪০) সে বর্তমানে চান্দগাঁও থানাধীন কাপ্তাই রাস্তার মাথায় ভাড়াটিয়া হিসেবে বসবাস করছে।
রাউজান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুল ইসলাম ভূঁইয়া বলেন, আটকদের বিরুদ্ধে রাউজান থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের ধারায় মামলা (নম্বর-১১, তারিখ-১০/০৪/২০২৫) দায়ের করা হয়েছে।
© 2019 - All Rights Reversed raozanbarta24.com
Web Developed By : HostBuzz Inc