কোয়েপাড়া উচ্চ বালিকা বিদ্যালয়ে নবীন বরণ ও বিদায়ী সংবর্ধনা
লেখক : সাহেদুর রহমান মোরশেদ | প্রকাশ: ২০২৫-০৪-১০ ০১:১৮:৩৪


যীশু সেন, বিশেষ প্রতিনিধি :
শিক্ষার আলোয় শিক্ষার্থীরা দেশের উন্নতির চাবিকাঠি। আজকের শিক্ষার্থীরা আগামী দিনের ভবিষ্যৎ। তারা দেশের উন্নয়ন এবং বিশ্বে সমৃদ্ধির মূল চালিকাশক্তি। শিক্ষার মাধ্যমে তারা বিভিন্ন ক্ষেত্রে দক্ষতা অর্জন করে, সৃজনশীলতা ও উদ্ভাবনশীলতা বৃদ্ধিতে সাহায্য করে। প্রযুক্তি, বিজ্ঞান, সাহিত্য, এবং সংস্কৃতির বিভিন্ন দিক থেকে তাদের মেধার বিকাশ ঘটে যা দেশের গর্ব হয়ে ওঠে। আজকের শিক্ষার্থীরা যদি সঠিক দিশায় পরিচালিত হয়, তবে তারা আগামী দিনের নেতৃত্বে দাঁড়িয়ে দেশকে একটি ভালো জায়গায় পরিণত করতে পারবে। তাদের অর্জিত জ্ঞান এবং দক্ষতা সমগ্র মানবতার জন্য অবদান রাখতে সহায়ক হবে।
গত ০৮ এপ্রিল মঙ্গলবার কোয়েপাড়া উচ্চ বালিকা বিদ্যালয়ের নবীন বরণ, এস.এস.সি পরীক্ষার্থী ও সিনিয়র শিক্ষক মোহাম্মদ শফিকুর রহমান কামালীর বিদায়ী সংবর্ধনা, পুরস্কার বিতরণ ও আলোচনা সভা অনুষ্ঠানে বক্তারা একথা বলেন।
কোয়েপাড়া উচ্চ বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষক তপন কুমার দত্ত এর সভাপতিত্বে অনুষ্ঠানের প্রধান অতিথি ছিলেন বীর মুক্তিযোদ্ধা ব্রিগেডিয়ার জেনারেল এনডিসি(অবঃ) শহীদুল্লাহ চৌধুরী।
উদ্বোধক ছিলেন হাজী বাদশা মাবেয়া কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ আহমদ শরীফ। বিশেষ অতিথি ছিলেন মহামুনি এংলো পালি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক অঞ্জন বড়ুয়া, ঢাকার ইডেন স্কুল এণ্ড কলেজের অধ্যক্ষ নাহার নবুয়ত। বিশিষ্ট সমাজ সেবক ইলিয়াছ চৌধুরী বাচ্চু।
বিদ্যালয়ের সহকারী শিক্ষিকা শিবানী চক্রবর্তী ও মৌসুমি মুৎসুদ্দি এর যৌথ সঞ্চালনায় বক্তব্য রাখেন বিদায়ী শিক্ষক শফিকুর রহমান কামালী, পরিচালনা পরিষদের সদস্য আলহাজ্ব আমিনুল ইসলাম, ডাঃ রাজু দে, আবু তালেব, সহকারী প্রধান শিক্ষক নিজাম উদ্দিন, সাংস্কৃতিক অনুষ্ঠান পরিচালনা করেন রুম্পী চৌধুরী, সার্বিক সহযোগিতায় কাবেরী চক্রবর্তী, নীলিমা ভট্টাচার্য, সোমা কানুনগো, শিউলি খাতুন, অজিত নাথ প্রমূখ।
© 2019 - All Rights Reversed raozanbarta24.com
Web Developed By : HostBuzz Inc