গাজায় গণহত্যার প্রতিবাদে মানবাধিকার ফোরামের প্রতিবাদ সভা অনুষ্ঠিত
লেখক : সাহেদুর রহমান মোরশেদ | প্রকাশ: ২০২৫-০৪-০৯ ০১:২৯:২৮


ইসরায়েলের বিরুদ্ধে আন্তর্জাতিক চাপ সৃষ্টি করার আহ্বান বক্তাদের
নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম:
গাজায় ইসরায়েল কর্তৃক চলমান গণহত্যা ও মানবাধিকার লঙ্ঘনের প্রতিবাদে বাংলাদেশ মানবাধিকার ফোরাম চট্টগ্রাম বিভাগীয় শাখার উদ্যোগে এক প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (৮ এপ্রিল) বিকেল ৪টায় চট্টগ্রামের আন্দরকিল্লায় সংগঠনের কার্যালয়ে এ সভা অনুষ্ঠিত হয়।
সভাটি সঞ্চালনা করেন মানবাধিকার কর্মী ও সাংবাদিক রতন বড়ুয়া এবং সভাপতিত্ব করেন ফোরামের সহ-সভাপতি লোকমান মিয়া। সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ মানবাধিকার ফোরামের কেন্দ্রীয় কমিটির মহাসচিব, মানবাধিকার নেতা ও সাংবাদিক আকতার উদ্দিন রানা।

প্রতিবাদ সভায় আরও বক্তব্য রাখেন—ফোরামের চট্টগ্রাম শাখার সাধারণ সম্পাদক লায়ন সন্তোষ কুমার নন্দী, সহ-সাধারণ সম্পাদক ও রাউজান প্রেস ক্লাবের সহ-সভাপতি সাংবাদিক শাহেদুর রহমান মোর্শেদ, সাংগঠনিক সম্পাদক জামাল হোসাইন, সাংবাদিক রফিকুল ইসলাম, সাংবাদিক নাছির উদ্দিন রকি, মানবাধিকার কর্মী ফরিদা ইয়াসমিন, সাংবাদিক সঞ্জয় বড়ুয়া মুন্না ও শয়ন দে অপূর্ব প্রমুখ।
বক্তারা তাদের বক্তব্যে গাজায় ইসরায়েলি হামলাকে ‘গণহত্যা’ ও ‘চরম মানবাধিকার লঙ্ঘন’ হিসেবে আখ্যায়িত করে এর তীব্র নিন্দা জানান। তারা বলেন, “গাজায় নারী, শিশু ও নিরীহ মানুষের উপর চলমান বর্বরোচিত হত্যাযজ্ঞ মানবতাবিরোধী অপরাধ। এই জঘন্য গণহত্যা বন্ধে জাতিসংঘ, ওআইসি এবং বিশ্বের বিবেকবান রাষ্ট্রগুলোর উচিত দ্রুত কার্যকর পদক্ষেপ নেওয়া এবং ইসরায়েলের ওপর আন্তর্জাতিক চাপ সৃষ্টি করা।”
সভায় বক্তারা মানবাধিকারের সুরক্ষা ও ফিলিস্তিনি জনগণের স্বাধীনতা ও ন্যায্য অধিকার প্রতিষ্ঠায় সর্বস্তরের মানুষকে সোচ্চার হওয়ার আহ্বান জানান।
© 2019 - All Rights Reversed raozanbarta24.com
Web Developed By : HostBuzz Inc