আজ , বুধবার, ২১ মে ২০২৫

ফিলিস্তিনে হামলার প্রতিবাদে উত্তাল রাউজান

লেখক : সাহেদুর রহমান মোরশেদ | প্রকাশ: ২০২৫-০৪-০৮ ০০:৪৬:৫৭

ফিলিস্তিনে হামলার প্রতিবাদে উত্তাল রাউজান

নিজস্ব প্রতিবেদক, রাউজানবার্তাঃ
ফিলিস্তিনে ইসরায়েলি বাহিনীর বর্বরোচিত হামলা, বেসামরিক মানুষের ওপর গণহত্যা এবং মুসলমানদের প্রথম ক্বিবলা বায়তুল মুকাদ্দাসে ধ্বংসযজ্ঞের প্রতিবাদে উত্তাল হয়ে উঠেছে চট্টগ্রামের রাউজান উপজেলা। ৭ এপ্রিল (সোমবার) দিনব্যাপী উপজেলার উত্তর ও দক্ষিণাঞ্চলে বিভিন্ন রাজনৈতিক ও ধর্মীয় সংগঠনের ব্যানারে একাধিক বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়।

রাউজান উপজেলার মুন্সির ঘাটা থেকে বিকেল ৫টায় শুরু হওয়া এক বিশাল বিক্ষোভ মিছিলটি জামায়াতে ইসলামী বাংলাদেশ এবং তাদের অঙ্গসংগঠনগুলোর উদ্যোগে আয়োজন করা হয়। মিছিলটি উপজেলার প্রধান সড়ক হয়ে চট্টগ্রাম-রাঙ্গামাটি মহাসড়ক প্রদক্ষিণ করে পুনরায় মুন্সির ঘাটায় এসে প্রতিবাদ সমাবেশের মধ্য দিয়ে শেষ হয়।

সমাবেশে সভাপতিত্ব করেন জামায়াতে ইসলামী রাউজান উপজেলা আমির শাহজাহান মঞ্জু। বক্তব্য দেন উপজেলা সেক্রেটারি জেনারেল মুহাম্মদ রিদুয়ান শাহ, উত্তর জেলা বায়তুল মাল সেক্রেটারি আব্দুল হামিদ চৌং, ছাত্রশিবির নেতা তৌহিদ হোসেন, শফি শিকদার, আবুল কাশেম, মাওলানা ফরিদুল ইসলাম, মিজানুর রহমানসহ আরও অনেকে।

অন্যদিকে, বাংলাদেশ ইসলামী ফ্রন্ট, আহলে সুন্নাত ওয়াল জামাত, ছাত্রসেনা ও যুবসেনার উদ্যোগে বিকেল ৪টায় রাউজানের পাহাড়তলী চৌমুহনী থেকে আরেকটি বিক্ষোভ মিছিল বের হয়। এটি চট্টগ্রাম-কাপ্তাই সড়কের চুয়েট গেইট পর্যন্ত গিয়ে পুনরায় পাহাড়তলী চৌমুহনীতে ফিরে এসে এক প্রতিবাদ সমাবেশে পরিণত হয়।

সমাবেশে সভাপতিত্ব করেন ইসলামী ফ্রন্টের উপজেলা সভাপতি অধ্যক্ষ ইলিয়াছ নুরী এবং পরিচালনা করেন ছাত্রসেনার সভাপতি কাজী কায়েছ উদ্দিন ও কাজী তাজুল ইসলাম আসিফ। বক্তব্য রাখেন অধ্যক্ষ আল্লামা আবু মোস্তাক আল কাদেরী, মাওলানা জিল্লুর রহমান হাবীবি, শামসুল আলম হেলালী, মাওলানা ফজল আকবর, নেজাম উদ্দিন তৈয়বী, শওকত হোসেন রেজবী, সাইফুল ইসলাম নেজামী, মুহাম্মদ মহিউদ্দিনসহ আরো অনেক নেতৃবৃন্দ।

এছাড়া একইদিন সকাল ১১টায় বাংলাদেশ ইসলামী ফ্রন্ট ও ছাত্রসেনার যৌথ উদ্যোগে চট্টগ্রাম-রাঙ্গামাটি মহাসড়কের মুন্সির ঘাটা থেকে জলিল নগর পর্যন্ত আরেকটি প্রতিবাদ মিছিল অনুষ্ঠিত হয়।

প্রতিটি সমাবেশেই ইসরায়েলের আন্তর্জাতিক আইন লঙ্ঘন করে ফিলিস্তিনে চালানো বর্বরোচিত হামলা ও গণহত্যার তীব্র নিন্দা জানানো হয়। বক্তারা অবিলম্বে হামলা বন্ধের আহ্বান জানান এবং যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্যসহ যারা ইসরায়েলকে প্রত্যক্ষ ও পরোক্ষভাবে সহায়তা করছে, তাদের প্রতি ধিক্কার জানিয়ে জাতিসংঘ ও বিশ্বশান্তির পক্ষে থাকা সব পরাশক্তিকে এ হামলা থামাতে কার্যকর ভূমিকা রাখার আহ্বান জানান।