রাউজানে আগ্নেয়াস্ত্র ও ধারালো অস্ত্রসহ দুই ওয়ারেন্টভুক্ত সন্ত্রাসী গ্রেপ্তার
লেখক : সাহেদুর রহমান মোরশেদ | প্রকাশ: ২০২৫-০৪-০৭ ০০:২৩:৫০


নিজস্ব প্রতিবেদক, রাউজানবার্তাঃ
চট্টগ্রামের রাউজানে পুলিশের বিশেষ অভিযানে ওয়ারেন্টভুক্ত দুই অস্ত্রধারী দুর্ধর্ষ সন্ত্রাসীকে গ্রেপ্তার করা হয়েছে। এ সময় তাদের কাছ থেকে দেশীয় তৈরি আগ্নেয়াস্ত্র, গুলি, ধারালো অস্ত্র ও ইয়াবা সেবনের সরঞ্জাম উদ্ধার করা হয়।
গ্রেপ্তারকৃতরা হলেন রাউজান উপজেলার উরকিরচর এলাকার মোহাম্মদ শফির ছেলে শফিউল আজম প্রকাশ রিয়াজ এবং গোলাম শরীফের ছেলে সাজেদ শরীফ প্রকাশ শাকিল। তারা এলাকায় ইয়াবা ব্যবসায়ী ও কুখ্যাত ‘সাহাবু বাহিনীর’ সক্রিয় সদস্য বলে স্থানীয় একাধিক সূত্র জানিয়েছে।
রাউজান থানা পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে গত ৬ এপ্রিল (রবিবার) ভোর সাড়ে ৪টার দিকে রাউজান থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. মনিরুল ইসলামের নেতৃত্বে এসআই (নিঃ) সাইফুল আলম ও সঙ্গীয় ফোর্স পূর্ব উরকিরচর সরদার আলী মুন্সীর বাড়িতে অভিযান চালায়। অভিযানে শফিউল আজমকে তার নিজ বাড়ি থেকে এবং সাজেদ শরীফকে পালিয়ে যাওয়ার সময় আটক করা হয়।
তাদের কাছ থেকে একটি দেশীয় তৈরি এলজি, চার রাউন্ড কার্তুজ, একটি চাপাতি, একটি স্টিলের ছোরা, তিনটি দামা, একটি কিরিচ ও ইয়াবা সেবনের সরঞ্জামসহ একটি প্লাস্টিকের বক্স জব্দ করা হয়।
রাউজান থানা পুলিশ আরও জানায়, গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে চট্টগ্রাম মহানগরীর বিভিন্ন থানায় একাধিক মামলা রয়েছে। অস্ত্র-কার্তুজ উদ্ধারের ঘটনায় এসআই (নিঃ) সাইফুল আলম বাদী হয়ে থানায় একটি মামলা দায়ের করেছেন।
© 2019 - All Rights Reversed raozanbarta24.com
Web Developed By : HostBuzz Inc