আজ , বুধবার, ২১ মে ২০২৫

মাষ্টার দা সূর্য সেনের ১৩১ তম জন্মবার্ষিকী পালিত

লেখক : সাহেদুর রহমান মোরশেদ | প্রকাশ: ২০২৫-০৩-২২ ১৬:১৫:২৯

মাষ্টার দা সূর্য সেনের ১৩১ তম জন্মবার্ষিকী পালিত

রাউজানবার্তা প্রতিবেদকঃ
মাষ্টার দা সূর্য সেন স্মৃতি সংরক্ষণ পরিষদের আয়োজনে ব্রিটিশ বিরোধী আন্দোলনের পুরোধা মাষ্টার দা সূর্য সেনের ১৩১ তম জন্মবার্ষিকী পালিত হয়েছে। ২২ মার্চ শনিবার, নগরীর জে,এম,সেন হলে স্থাপিত মাষ্টার দার আবক্ষ মূর্তিতে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করা হয়। এরপর স্মৃতি চারণ অনুষ্ঠানের মাধ্যমে তাঁর জীবন ও সংগ্রামের স্মৃতি পুনর্জাগরণ করা হয়।

কমিটির আহ্বায়ক প্রিমিয়ার বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক সুজন কান্তি বিশ্বাসের সভাপতিত্বে এবং সদস্য সচিব সুভাষ মুহুরীর সঞ্চালনায় বিভিন্ন বিশিষ্ট ব্যক্তিত্ব বক্তব্য রাখেন। অনুষ্ঠানে প্রবীর চৌধুরী, পল্টু বিশ্বাস, রাউজান পৌরসভা পূজা উদযাপন পরিষদের সভাপতি সদীপ দে (সজীব), প্রণব চৌধুরী মিঠু, সুশীল দে টুটু, অশোক দেব ও শ্রীজীব চক্রবর্তি প্রমুখ উপস্থিত থেকে তাঁর আদর্শের মহিমা তুলে ধরেন।

বক্তারা স্মরণ করিয়ে দেন, অবিভক্ত ভারতবর্ষে ব্রিটিশ বিরোধী স্বাধীনতা আন্দোলনে, ব্রিটিশ সৈনিকদের বিরুদ্ধে সশস্ত্র লড়াই করে চট্টগ্রামকে মাত্র ৩ দিনের জন্য স্বাধীন করেছিলেন মাষ্টার দা সূর্য সেন। সেই ৩ দিন, চট্টগ্রামের পরীর পাহাড়ের (বর্তমান কোর্ট বিল্ডিং) উপরে স্বাধীনতার পতাকা উড্ডীয়মান রাখার সাহসী ইতিহাস রচনা করেন তিনি।

আজকের ক্রান্তিকালে তাঁর আদর্শে অনুপ্রাণিত হয়ে, দেশের প্রগতিতে নতুন উদ্যম ও সংগ্রামের আহ্বান জানানো হয়।