আজ , বুধবার, ২১ মে ২০২৫

শতবর্ষী খলিফাবাড়ি জামে মসজিদে ইফতার মাহফিল ও সম্মাননা প্রদান

লেখক : সাহেদুর রহমান মোরশেদ | প্রকাশ: ২০২৫-০৩-২২ ০২:০৯:৩৪

শতবর্ষী খলিফাবাড়ি জামে মসজিদে ইফতার মাহফিল ও সম্মাননা প্রদান

রাউজানবার্তা প্রতিবেদকঃ

চট্টগ্রামের রাউজানের ঐতিহ্যবাহী খলিফাবাড়ি জামে মসজিদ পরিচালনা কমিটির উদ্যোগে মাহে রমজানের তাৎপর্য শীর্ষক আলোচনা, ইফতার মাহফিল ও সম্মাননা প্রদান অনুষ্ঠিত হয়েছে। শতবর্ষী এই মসজিদের মাঠ প্রাঙ্গণে শুক্রবার এ আয়োজন সম্পন্ন হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খলিফাবাড়ি জামে মসজিদের প্রধান উপদেষ্টা সৈয়দ মুহাম্মদ নেছারুল হক শাহ। মসজিদ পরিচালনা কমিটির সভাপতি এসএম তসলিম উদ্দিনের সভাপতিত্বে এবং খ. ম. ইমতিয়াজ হোসেনের সঞ্চালনায় অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন উপদেষ্টা মো. নাজিম, আয়োজক কমিটির সহ-সভাপতি মো. হাসান ও মো. আজিজুল হক, সদস্য সচিব খ. ম. রবিউল হোসেন, সদস্য মো. মুনসুর, এডভোকেট এসএম জিল্লুর রহমান, মো. সাইদুর রহমান, এসএম জাওয়াদ নাজারি আবরার, মো. সাব্বির, মো. রিয়াজ, মোহাম্মদ আদি, আল-আমিন ও মিফতা প্রমুখ।

অনুষ্ঠানে শতবর্ষী এ মসজিদের উন্নয়নে বিশেষ অবদান রাখার জন্য আলহাজ্ব মোহাম্মদ মোয়াজ্জেম সওদাগরকে আজীবন সম্মাননা প্রদান করা হয়। এছাড়াও মসজিদ প্রতিষ্ঠার পর থেকে শতবর্ষ পূর্তি পর্যন্ত দায়িত্ব পালন করা ৫১ জন খতিব, ইমাম, মোতোয়াল্লী, জমিদাতা, ইতেকাফকারী ও খেদমতকারীদের সম্মাননা স্মারক, জায়নামাজ, তসবি ও টুপি উপহার দেওয়া হয়।

ইফতার মাহফিল শেষে দেশ ও জাতির কল্যাণ কামনা করে বিশেষ মোনাজাত পরিচালনা করেন মসজিদের খতিব মাওলানা হারেজ আহাম্মদ।