রাউজানে বিভিন্ন এলাকায় কম মুল্যে টিসিবির এর পণ্য বিক্রয় চলছে

 

শফিউল আলম, রাউজানবার্তাঃ

রমজান মাস উপলক্ষে সরকার ভুর্তকি দিয়ে টিসিবি এর ডিলারের মাধ্যমে চিনি, ডাল, তৈল বিক্রয় কার্যক্রম চলছে রাউজানের ১৪টি ইউনিয়ন ও পৌর এলাকায়।

রাউজানের ১৪টি ইউনিয়নে ও পৌর এলাকায় ৯টি ওয়ার্ডে ১১ হাজার ৫শত দরিদ্র পরিবার কার্ড দিয়ে দুই কেজি, চিনি, দুই কেজি ভোজ্য তৈল, দুই কেজি মসুর ডাল ৪শত ৬০ টাকা দিয়ে ক্রয় করছেন।

২১ মার্চ সোমবার সকালে রাউজান পৌরসভার ২ নং ওয়ার্ড ও ৪নং ওয়ার্ডের কমমুল্যে টি,সি,বি এর ডিলারের মাধ্যমে পণ্য বিক্রয় কার্যক্রম চলাকালে রেলপথ মন্ত্রনালয় সর্ম্পকিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি এবি এম ফজলে করিম চৌধুরী এমপি উপস্থিত হয়ে কার্ডধারী দরিদ্র পরিবারের সদস্যদের মধ্যে কমমুল্যে পণ্য বিক্রয় করেন।

এসময়ে আরো উপস্থিত ছিলেন, রাউজান উপজেলা চেয়ারম্যান এহেসানুল হায়দার বাবুল, রাউজান উপজেলা নির্বাহী অফিসার জোনায়েদ কবির সোহাগ, রাউজান উপজেলা আওয়ামী লীগের সভাপতি কাজী আবদুল ওহাব, রাউজান পৌরসভার মেয়র জমির উদ্দিন পারভেজ, রাউজান থানার ওসি আবদুল্লাহ আল হারুন,

রাউজান পৌরসভার কাউন্সিলর কাজী ইকবাল, বশির উদ্দিন খান, আলমগীর আলী, জানে আলম জনি, শওকত হাসান চৌধুরী, উপজেলা প্রকল্প বাস্তবায়ন অফিসার নিয়াজ মোরশেদ।

গত ২০ মার্চ রবিবার থেকে কম মুল্যে টি,সি, বি এর পন্য বিক্রয় কার্যক্রম শুরু করে রাউজানের ১৪টি ইউনিয়ন ও পৌর এলাকায় কার্ডধারী দরিদ্র পরিবারের সদস্যদের মধ্যে টি,সি, বি এর পন্য বিক্রয় করা হচ্ছে বলে রাউজান উপজেলা নির্বাহী অফিসার জোনায়েদ কবির সোহাগ জানান।