রাউজানে দুই কৃষকের সাড়ে ৫লাখ টাকার চার গরু চুরি
লেখক : সাহেদুর রহমান মোরশেদ | প্রকাশ: ২০২২-০৩-০৯ ০০:০৪:১৩

রাউজানবার্তা প্রতিবেদকঃ
চট্টগ্রামের রাউজানে দুই কৃষকের চারটি গরু চুরি হয়েছে। ৮মার্চ মঙ্গলবার ভোরে রাউজান পৌরসভার ৪নম্বর ওয়ার্ডের জানালী হাট উজির আলী মাঝির বাড়িতে এই ঘটনা ঘটে।
স্থানীয় সূত্র মতে, ৮মার্চ মঙ্গলবার ভোরে বাড়ির প্রতিটি ঘরের দরজা বাইরে থেকে আটকিয়ে দেওয়া হয়। পরে চরটি গরু চুরি করে নিয়ে যায় চোরের দল। ক্ষতিগ্রস্থ দ্ইু কৃষক হলেন ওই এলাকার মো. কালা মিয়ার ছেলে মো. ইউসূফ (৪৫) ও এলাহী বক্সের ছেলের মো. মাহাবুবুল আলম (৬৫)।
গরু চারটির বর্তমান মূল্য সাড়ে ৫লাখ টাকা বলে দাবি ক্ষতিগ্রস্ত দুই কৃষকের।
রাউজান থানার সেকেন্ড অফিসার অজয় দেব শীল বলেন, ‘এই ধরনের অভিযোগ নিয়ে কেউ থানায় আসেনি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।’
© 2019 - All Rights Reversed raozanbarta24.com
Web Developed By : HostBuzz Inc