রশিদর পাড়া সড়কের বিধ্বস্ত কালভার্ট নির্মান ও সড়কের উন্নয়ন কাজ করা হবে- চেয়ারম্যান জসিম উদ্দিন হিরু

 

শফিউল আলম, রাউজানবার্তাঃ

রাউজান উপজেলার ৭নং রাউজান ইউনিয়নের রশিদর পাড়া, জয়নগর বড়ুয়া পাড়া, পুর্ব রাউজান এলাকার হাজার হাজার মানুষের চলাচলের সড়ক রশিদর পাড়া সড়ক। রশিদর পাড়া সড়কটি চান মিয়া চৌধুরী সড়ক থেকে শুরু হয়ে রশিদর পাড়া হাটখোলা বাজারস্থ পুর্ব রাউজান ঢালার মুখ সড়কের সাথে মিলিত হয়।

সড়কটির বিভিন্ন স্থানে বসানো ইটের ব্রীক সলিং উঠে গিয়ে বড় বড় গর্তের সৃষ্টি হয়। সড়কের রশিদর পাড়া হাটখোলা বাজারের পাশে দুইটি কালভার্টবিধ্বস্ত হয়ে যানবাহন চলাচলের অনুপযোগি হয়ে পড়েছে।

এতে এলাকার বাসিন্দ্বাদের চলাচলে দুভোর্গ পোহাতে হচ্ছে। ৮ মার্চ মঙ্গলবার দুপুরে রশিদরপাড়া সড়ক ওবিধ্বস্ত কালভার্ট পরিদর্শন করেন ৭নং রাউজান ইউনিয়নের চেয়ারম্যান বিএম জসিম উদ্দিন হিরু। পরির্দশন কালে চেয়ারম্যান বিএম জসিম উদ্দিন হিরু বলেন, শীঘ্রই কালভার্ট ভেঙ্গে নতুন করে কালভার্ট নির্মান করা হবে। রশিদর পাড়া সড়কের উন্নয়ন কাজ করা হবে।

এসময় আরো উপস্থিত ছিলেন, রাউজান উপজেলা ছাত্রলীগের সভাপতি জিল্লুর রহমান মাসুদ, মেম্বার আবদুল নবী, আওয়ামী লীগ নেতা অশোক বড়ুয়া, আল্লামা সিরাজুল ইসলাম সিদ্দিকি, যুবলীগ নেতা ওসমান প্রমুখ।