রাউজানের এয়াসিন নগরে আলজিলানী মৎস প্রকল্পের উদ্বোধন

 

শফিউল আলম, রাউজানবার্তাঃ

রাউজান উপজেলার এয়াসিন নগর এলাকায় তিন একর ফসলী জমি গত কয়েক বৎসর থেকে চাষাবাদ না করায় চাষাবাদের অনুপযোগি হয়ে পড়ে। পরিত্যক্ত ফসলী জমি জমির মালিক থেকে চুক্তি করে ইজরা নিয়ে মৎস চাষী আবদুল খালেক সওদাগর মৎস প্রকল্প গড়ে তোলার উদ্যোগ নেয়।

হলদিয়া ইউনিয়নের চেয়ারম্যান মুক্তিযোদ্বা শফিকুল ইসলাম ও রাউজান উপজেলা সিনিয়র মৎস অফিসার পিযুষ প্রভাকরের পরামর্শে আবদুল খালেক সওদাগর তার পুর্বের মৎস প্রকল্পের পাশে তিন একর পরিত্যক্ত জমিতে মাছ চাষ করার প্রকল্প গড়ে তোলার উদ্যোগ নেয়।

১ মার্চ মঙ্গলবার সকালে আল জিলানী মৎস প্রকল্পের মাটি খনন করার মাধ্যমে উদ্বোধন করেন হলদিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মুক্তিযোদ্বা শফিকুল ইসলাম।

এসময়ে আরো উপস্থিত ছিলেন রাউজান উপজেলা সিনিয়র মৎস অফিসার পিযুষ প্রভাকর, উপজেলা মৎস সম্প্রসারন কর্মকর্তা আবদুল্লাহ আল মামুন, আবদুল খালেক সওদাগর, আজগর হোসেন টিপু, সাজ্জাদ হোসেন, কামাল উদ্দিন, আলী আহম্মদ, মাওলানা জয়নাল আবেদীন ।