বিশ্ব পরিবেশ দিবসে রাউজান পৌর এলাকায় আবর্জনা সংগ্রহে পরিবেশ বান্ধব ভ্যানগাড়ী চালু

শফিউল আলম, রাউজানবার্তাঃ

চট্টগ্রামের রাউজানে বিশ্ব পরিবেশ দিবসে এলাকাভিত্তিক আবর্জনা সংগ্রহে পরিবেশ বান্ধব ভ্যানগাড়ী চালু করা হয়।

৫ জুন বুধবার বিকেল ৩ঘটিকায় রাউজান পৌরসভার উদ্যোগে বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে বাড়ি ও এলাকাভিত্তিক অপচনশীল আবর্জনা সংগ্রহের লক্ষ্যে পরিবেশবান্ধব ভ্যানগাড়ী চালু করা হয়।

রাউজান পৌরসভার মেয়র জমির উদ্দীন পারভেজ বলেন, পরিবেশ বান্ধব পৌরসভার গঠনের লক্ষ্যে রাউজানের সাংসদ এ বি এম ফজলে করিম চৌধুরীর নির্দেশনায় রাউজান পৌরসভা বিভিন্ন কর্মসূচি বাস্তবায়ন করছে তারই আলোকে পৌরসভার প্রত্যন্ত এলাকায় অপচনশীল আবর্জনা সংগ্রহে পরিবেশ বান্ধব ভ্যানগাড়ী কর্মসূচিতে নতুন করে ১০টি ভ্যান যুক্ত করা হয়।

এ সময় উপজেলা আওয়ামী লীগের কার্যনির্বাহী সদস্য, ক্রীড়া সংগঠক সুমন দে, উপজেলা আওয়ামী লীগের সহ সভাপতি স্বপন দাশ গুপ্ত, সাবেক ছাত্রনেতা আব্দুল কাদের মুন্না, উত্তর জেলা ছাত্রলীগের সহ সভাপতি মোহাম্মদ আসিফ, আরমান সিকদার ফয়সাল মাহমুদ, যুবলীগ নেতা ইকবাল হোসেন, সংগঠক নকীব সিদ্দীকি, আরফানুল ইসলাম আবির, মিজানুর রহমানসহ রাজনৈতিক নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।