দারিদ্র বিমোচনে অবদান রাখছে জিয়াউল হক মাইভান্ডারী ট্রাস্ট্র- ছাগল বিতরন অনুষ্টানে রাউজানের পৌর মেয়র

শফিউল আলম, রাউজানবার্তাঃ

জিয়াউল হক মাইহজভান্ডারী ট্রাস্ট দারিদ্র বিমোচনে অনান্য অবদান রাখছে। শাহানশাহ্ হযরত সৈয়দ জিয়াউল হক মাইজভাণ্ডারী (কঃ) ট্রাস্ট’ পরিচালিত দারিদ্র্য বিমোচন প্রকল্প এর ব্যবস্থাপনায় ‘খামার বাড়ি’ প্রকল্পের আওতায় দেশব্যাপী ছাগল বিতরণ কর্মসুচির অংশ হিসাবে রাউজানে হত দরিদ্র মানুষদের মাঝে ছাগল বিতরণ অনুষ্টানে প্রধান অতিথির বক্তব্যে রাউজান পৌরসভার মেয়র জমির উদ্দিন পারভেজ একথা বলেন ।

রাউজান পৌরসভার মেয়র জমির উদ্দিন পারভেজ তার বক্তব্যে আরো বলেন, বিশ্ব অলি শাহান শাহ জিয়াউল হক মাইজভান্ডারী ট্রাস্ট শিক্ষার প্রসারে, অসহায় দরিদ্র মানুষের কল্যান, দরিদ্র পরিবারের সদস্যদের সহায়তার মাধ্যমে যে কাজ করে আসছে তা প্রশংসনীয় উদ্যোগ । জিয়াউল হক মাইজভান্ডারী ট্রাস্ট গাউসিয়া হক মঞ্জিলের শাজ্জাদানশীল রাহেবারে আলম সৈয়দ হাসান মাওলা মাইজভান্ডারীর নেতৃত্বে মানবকল্যানে কাজ করার মাধ্যমে দেশ ও দেশের বাইরে সুনাম অর্জন করতে সক্ষম হয়েছে ।

২৮ফেব্রুয়ারি সোমবার বিকালে রাউজান পৌরসভার কার্যালয়ে সামনে দারিদ্র্য বিমোচন প্রকল্প পরিচালনা পর্ষদের সাধারণ সম্পাদক আবদুল হালিম আল মাসুদের সভাপতিত্বে ছাগল বিতরণ অনুষ্ঠানে ।দারিদ্র্য বিমোচন প্রকল্প পরিচালনা পর্ষদের প্রচার সম্পাদক আহসান উল্লাহ চৌধুরী বিভনের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ ছিলেন রাউজান পৌর কাউন্সিলর জানে আলম জনি,

মাইজভাণ্ডারী গাউসিয়া হক কমিটি বাংলাদেশ কেন্দ্রীয় পর্ষদের সদস্য মঞ্জুরুল ইসলাম চৌধুরী, রাউজান প্রেস ক্লাবের সভাপতি শফিউল আলম, মাইজভাণ্ডারী গাউসিয়া হক কমিটি রাউজান উপজেলার সমন্বয়ক সাদিকুজ্জামান সফি, তরিকুল ইসলাম, মামুন মিয়া, আনিসউল খান বাবার, তাঁজ উদ্দিন খান সোলাইমান, কাজী আসলাম উদ্দিন, জাহাঈীর আলম মাষ্টার, মাওলানা ফরিদুল আলম, যুবলীগ নেতা আবু ছালেক, ছাত্রলীগ নেতা সাখাওয়াত হোসেন পিবলু, নাছির উদ্দিন, তানভীর হাসান চৌধুরী, আরমান সিকদার, ফয়সাল মাহমুদ, শাহাদাত হোসেন প্রমুখ।