রাউজানে নিচু এলাকা প্লাবিত ক্ষতিগ্রস্থ বিদ্যুৎ লাইন ভেঙ্গে গেছে প্রচুর বৃক্ষ ঘরবাড়ী

শফিউল আলম, রাউজানবার্তাঃ
ঘুর্নিঝড় রিমারের প্রভাবে জেয়ারেরর পানিতে হালদা নদী কর্ণফুলী নদীর তীরবর্তী এলাকা জোয়ারের পানিতে প্লাবিত। বাতাসে ভেঙ্গে গেছে বৃক্ষ, ঘরবাড়ী, ক্ষতিগ্রস্থ হয়েছে সড়ক, বিদ্যুৎ লাইন।

ঘুর্নিঝড় রিমালের প্রভাবে জেয়ারের পানিতে রাউজান উপজেলার নোয়াপাড়া ইউনিয়নের কচুখাইন, মোকামী পাড়া, উভলং, পালোয়ান পাড়া, ছমিদও কোয়াং, সুর্যসেন পল্লী, সামমাহদর পাড়া, উরিকরচর ইউনিয়নের খলিফার ঘোনা, উরকিরচর, আবুর খীল, হারপাড়া, সার্কদা, আবুর খীল, মইশকরম. ঢাকাখারী, বাহোয়ান ইউনিয়নের পাচখাইন. কোয়ে পাড়া, দেওয়ানপুর, পশ্চিম গুজরা ইউনিয়নের মগদাই, ডোমখারী, কগিতিয়া, উত্তর গুজরা, বিনাজুরী ইউনিয়নের পশ্চিম বিনাজুরী, জাম্মইন, ইদিলপুর, লেলাঙ্গারা. বিনাজুরী, রাউজান পৌরসভার দক্ষিন গহিরা, মোবারকখীল, পশ্চিম গহিরা মঘাশস্তী বড়ুয়া পাড়া, বদুর ঘোনা, গহিরা ইউনিয়নের কাজী পাড়া, কোতোয়ালী ঘোনা এলাকার সড়ক ও এলাকার মানুষের বসতবাড়ী পানিতে তলিয়ে গেছে।

গত ২৭ মে সোমবার বিকালে প্রচন্ড বৃষ্টি ও বাতাসে রাউজানের মোহাম্মদপুর আলেফ খা হাজীর বাড়ীর বিধবা মহিলা হাসিনা বেগমের বসতঘর বিধস্থ হয়। রাউজানের কলমপতি এলাকার রুবি দাশের বসত ঘর বিধস্থ হয়। জেয়ারের পানিতে রাউজানের নোয়াপাড়া ইউনিয়ন, উরকিরচর ইউনিয়ন,দক্ষিন গহিরা, পশ্চিম বিনাজুর, পশ্চিম গুজরা ইউনিয়নের সড়ক ও বসতবাড়ী পানিতে তলিয়ে যাওয়ায় সড়কের ব্যাপক ক্ষয়ক্ষতি হয়।

জোয়ারের পানিতে রাউজানের দুই সহস্রাধিক পরিবারের বসতঘর পানিতে ডুবে যায়। প্রচন্ড বৃষ্টি ও বাতাসে রাউজানের প্রতিটি এলাকায় প্রচুর পরিমাণ গাছ ভেঙ্গে যায়। গাছ ভেঙ্গে বিদ্যুৎ লাইনের উপর পড়ায় বিদ্যুৎ লাইনের তার ছিড়ে যায়। এছাড়া বিদ্যুৎ লাইনের খুটি পড়ে যায়।

রাউজানের নোয়াপাড়া ইউনিয়নের চেয়ারম্যোন বাবুল মিয়া বলেন, জোয়ারের পানিতে কছুখাইন, মোকামী পাড়া সড়ক সহ বিভিন্ন সড়কের ব্যাপক ক্ষতি হয়। কচুখাইন মোকামী পাড়া সড়ক যানবাহন চলাচলের অনুপযোগী হয়ে পড়েছে।

উরকির চর ইউনিয়নের চেয়ারম্যান সৈয়দ আবদুল জব্বার সোহেল বলেন, জোয়ারের পানিতে উরকিরচরের সড়ক, এলাকার মানুষের বসতঘর পানিতে তলিয়ে গেছে। সহ্রসাধিক পরিবারের বেশী পরিবার পানিতে বন্দী হয়ে পড়েছে। উরকিরচর সড়ক, খলিফার ঘোনা আবুর খীল সড়ক, মদুনা জঙ্গল সড়ক পানিতে তলিয়ে গেছে ।

৭নংরাউজান ইউনিয়নের চেয়ারম্যান বিএম জসিম উদ্দিন হিরু বলেন, মোহাম্মদপুর গ্রামের বিধবা মহিলা হাসিনা বেগমের বসতঘর বিধস্থ হয়েছে। বিভিন্ন স্থানে গাছ ভেঙ্গে গেছে।

চট্টগ্রাম পল্লী বিদ্যুৎ সমিতির জেনারেল ম্যানেজার সরোয়ার জাহান বলেন, প্রবল বর্ষন ও বাতাসে রাউজানের প্রতিটি এলাকায় গাছ ভেঙ্গে বিদ্যুৎ লাইনের তার ছিড়ে গেছে। বিদ্যুৎ লাইনের খুটি পড়ে গেছে।

রাউজান উপজেলা প্রকল্প বাস্তবায়ন অফিসার নিয়াজ মোরশেদ বলেন, ঘুর্নিঝড় রিমালে রাউজানে গাছ ভেঙ্গেছে প্রচুর । দুটি বসতঘর বিধস্থ হওয়ার সংবাদ পেয়েছি। ঘুর্নিঝড় রিমালের প্রভাবে জেয়ারের পানিতে রাউজানের কর্ণফুলী, হালদা নদীর তীরবর্তী এলাকার সড়ক ও বসতঘর পানিতে তলিয়ে যাওয়ায় সড়কের ব্যাপক ক্ষতি হয়েছে।