রাউজানে ঘুর্নিঝড় রেমাল মোকাবেলায় ব্যাপক প্রস্তুতি

শফিউল আলম, রাউজাবার্তাঃ
ঘুর্নিঝড় রেমাল মোকাবেলায় ব্যাপক প্রস্তুতি নিয়েছে রাউজান উপজেলা প্রশাসন। ঘুর্নিঝড় রেমাল মোকাবেলায় স্থানীয় জনপ্রতিনিধি, সরকারী কর্মকর্তা, শিক্ষকদের নিয়ে জরুরি সভা করে রাউজান উপজেলা প্রশাসন।

রাউজান উপজেলা প্রকল্প বাস্তবায়ন অফিসার নিয়াজ মোরশেদ বলেন, ঘুর্নিঝড় রেমাল মোকাবেলায় রাউজানে ১৯টি আশ্রয় কেন্দ্র প্রস্তুত করা হয়েছে। ১৯টি মেডিকেল টিম গঠন করা হয়েছে। গবাদী পশু রক্ষা করতে রাউজান উপজেলা প্রাণী সম্পদ অফিস ২টি মেডিকেল টিম গঠন করেছেন।

ঘুর্নিঝড় রেমালে আশ্রয়ন প্রকল্পে আশ্রয় নেওয়া মানুষ ও ক্ষতিগ্রস্থ পরিবারের সদস্যদের সহায়তার জন্য শুকনা খাবার ও বিশ্বুদ্ব পানি মজুদ করছে বলে জানান, রাউজান উপজেলা প্রকল্প বাস্তবায়ন অফিসার নিয়াজ মোরশেদ ।