

শফিউল আলম, রাউজানবার্তাঃ
হাজার হাজার মাইজভান্ডারী ত্বরিকার আশেক ভক্ত মুরিদানকে কাঁদিয়ে শেষ বিদায় নিলেন বেলাল হোসাইন মাইজভান্ডারী। মাইজভান্ডারী একডেমির সদস্য শাহান শাহ বিশ্ব অলী জিয়াউল হক মাইজভান্ডারীর একনিষ্ট গোলাম অল্লামা বেলাল হোসাইন মাইজভান্ডারী গত ১৮ ফেব্রুয়ারি শুক্রবার দিবাগত রাত ১২ টার সময়ে দুবাইতে হৃদ রোগে আক্রান্ত হয়ে মৃত্যুবরন করেন। আল্লামা একে এম বেলাল হোসাইন মাইজভান্ডারী মাইজভান্ডারী ত্বরিকার প্রসার প্রচারে একজন নিবেদিত প্রাণ ছিলেন।
গত ১৪ ফেব্রুয়ারি সোমবার সকালে দুবাই প্রবাসীদের আমন্ত্রনে মাইজভান্ডারী ত্বরিকার প্রচার প্রসার কাজে দুবাইতে যায়। দুবাইতে থাকাবস্থায় প্রবাসীদের আয়োজনে মাহফিলে মাইজভান্ডারী ত্বরিকার প্রচার প্রসার কাজে ব্যাস্ত সময় অতিবাহিত করেন। মৃত্যুর দিন ও একটি মাহফিলে মাইজভান্ডারী ত্বরিকার প্রসার প্রচার করেন।
আল্লামা এক এম বেলাল হোসাইন মাইভান্ডারীর মৃত্যুর সংবাদে মাইজভান্ডারী আশেক ভক্ত মাইজভান্ডারী ত্বরিকায় বিশ্বাসী মুরিদানদের মধ্যে শোকের ছায়া নেমে আসে । গত ২৫ ফেব্রুয়ারি শুক্রবার বিকালে দুবাইতে আল্লামা একে এম বেলাল হোসাইন মাইজভান্ডারী প্রথম জানাজার নামাজ অনুষ্টিত হয় । দুবাইতে জানাজার নামাজ শেষে আল্লামা একে এম বেলাল হোসাইন মাইজভান্ডারীর লাশের কফিন বিমানযোগে চট্টগ্রাম শাহ আমানত বিমান বন্দরে নিয়ে আসেন । গত ২৫ ফেব্রয়ারী শুক্রবার দিবাগত রাত দশটার সময়ে চট্টগ্রাম নগরীর কাজীর দেউড়ী এলাকায় ২য় দপে জানাজার নামাজ অনুষ্টিত হয় । আল্লামা একে এম বেলাল হোসাইন মাইজভান্ডারী দীঘৃ দিন ধরে চট্টগ্রাম নগরীর কাজির দেউড়ী কাজী বাড়ী শাহী জামে মসজিদের খতিব হিসাবে দায়িত্ব পালন করেন । চট্টগ্রাম নগরীতে ২য় দফে জানাজার নামাজের পর আল্লমা একে এম বেলাল হোসাইন মাইজভান্ডারীর লাশ তার গ্রামের বাড়ী রাউজানের পশ্চিম ডাবুয়া আদাগাজী তালুকদারের বাড়ীতে নিয়ে আসা হয় ।
২৬ ফেব্রুয়ারি শনিবার সকাল ১১ টায় রাউজানের পশ্চিম ডাবুয়া আদাগাজী তালুকদার জামে মসজিদের পাশে আল্লামা একে এম বেলাল হোসাইন মাইজভান্ডারীর ৩য় দফে জানাজার নামাজ অনুষ্টিত হয় । জানাজার নামাজের পর পশ্চিম ডাবুয়া আদাগাজী তালুকদার জামে মসজিদের পাশে তার পিতা মরহুম শাহ আলম মাইজভান্ডারীর কবরের পাশে আল্লামা একে এম বেলাল হোসাইন মাইজভান্ডারীর লাশ দাফন করা হয় । আল্লামা একে এম বেলাল হোসাইন মাইজভান্ডারীর ৩য় দপে জানাজার নামাজে হাজার হাজার মাইজভান্ডার দরবারের আমেক ভক্ত মুরিদানেরা উপস্থিত হয়ে কান্নায় ভেঙ্গে পড়েন । হাজার হাজার মুসল্লিদের অশ্রুসিক্ত নয়নে আল্লমা একে এম বেলাল হোসাইন মাইজভান্ডারীর লাশ কবরে দাফন করা হয় । আল্লমা একে এম বেলাল হোসাইন মাইজভান্ডারীর ৩য় দপে জানাজার নামাজের ইমামতি করেন আল্লমা মুফতি ইব্রাহিম আল কাদেরী । জানাজার নামাজ শেষে মোনাজাত করেন উম্মুল আশেকিন মুনোয়ার বেগম হেফজ খানা ও এতিমখানান প্রধান শিক্ষক হাফেজ আবুল কালাম ।
জানাজার নামাজে উপস্থিত ছিলেন মাইজভান্ডারী গাউসিয়া হক কমিটি কেন্দ্রীয় পর্ষদ সদস্য মনজুরুল ইসলাম চৌধুরী, মোহাম্মদ বিদোয়ান উজ্জল, জাকের হোসেন মাস্ট্রার, আল্লামা হাবিবুল হোসাইন মাইজভান্ডারী, ইউছুপ আলী, এস এম মহিবুল্ল্রাহ, শফিউল আলম, মাইজভান্ডারী গাউসিয়া হক কমিটি বাংলাদেশ রাউজান উপজেলার সমন্বয়ক আল্লামা তরিকুল ইসলাম মাইজভান্ডারী, আক্কাস উদ্দিন মানিক, আনিস উল খান বাবর, মোহাম্মদ আলী মাষ্টার, মামুন মিয়া সদিকজ্জমান সফি, আখতারুজ্জমান বাবর, মাইজভান্ডারী গাউসিয়া হক কমিটি বাংলাদেশ বিভিন্ন শাখার কর্মকর্তাদের মধ্যে উপস্থিত ছিলেন, আল্লামা ফরিদ উদ্দিন, দৌলত খান, সাজ্জাদ, জাফরুল্ল্রাহ চৌধুরী, নাসির উদ্দিন, নাজিম উদ্দিন কালু, মোরশেদ আলম, আবদুল খালেক সওদাগর, কাজী আসলাম, নুর মোহাম্মদ, আলহাজ মনসুর উদ্দিন, নুরুল আলম সওদাগর, আল্লামা জামাল উদ্দিন, আবদুল নবী মেম্বার, আল্লামা মহিম উদ্দিন, মাওলানা সৈয়দ তৈয়বুল রহমান, আল্লামা আবুল বশর মাইজভান্ডারী সহ সংগঠনের বিভিন্ন শাখা কমিটির নেতৃবৃন্দ্ব উপস্থিত ছিলেন ।
জানাজার নামাজে আরো উপস্থিত ছিলেন ডাবুয়া ইউনিয়নের চেয়ারম্যান আবদুল রহমান চৌধুরী, আওয়ামী লীগ নেতা মাহবুল আলম, আলহাজ্ব নুরুল আমিন, জাহাঙ্গীর আলম মেম্বার ।
আল্লামা একে এম বেলাল হোসাইন মাইজভান্ডারীর মৃত্যুতে শোক প্রকাশ করেন মাইজভান্ডার দরবার শরীফের গাউসিয়া হক মঞ্জিলের শাজ্জাদানশীল রাহেবারে আলম সৈয়দ হাসান মাওলা মাইজভান্ডারী।