পবিত্র শবে কদরের রাতে আজিজুর রহমান ফাউন্ডেশনের উদ্যোগে দেড় হাজারের বেশী মানুষ সেহেরী খেলেন

শফিউল আলম, রাউজানবার্তাঃ
পবিত্র শবে কদরের রাতে রাউজানের হাজী পাড়ায় আজিজুর রহমান ফাউন্ডেশনের উদ্যোগে দেড় হাজারের বেশী মানুষ রাতের সেহেরী খেলেন।

গত ৬ মার্চ শনিবার দিবাগত রাতেই রাউজান পৌরসভার হাজীপাড়ায় আজিজুর রহামান ফাউন্ডেশন এলাকার মানুষের জন্য সেহেরীর আয়োজন করেন। রাউজান পৌরসভার ৮নং ওয়ার্ডের হাজী পাড়া, শরীফ পাড়া, সাপলঙ্গা পৌরসভার ৬ নং ওয়ার্ডের চিটিয়া পাড়া, ৪ নং ওয়ার্ডের সুলতান পুর কাজী পাড়া, ৭নং রাউজান ইউনিয়নের মোহাম্মদপুর, হরিশখান পাড়া এলাকা সহ রাউজানের বিভিন্ন এলাকার দেড় হাজারের বেশী মানুষকে মুরগী ও গরুর মাংস রান্না করে চেয়ারে বসিয়ে সেহেরী খাওয়ানো হয় হাজী পাড়া হেফজখানা ও এতিমখানার মাঠে, ভবনের মধ্যে।

আজিজুর রহমান ফাউন্ডেশনের চেয়ারম্যান শাহাজাহান ইকবাল মুস্লীদের সেহেরী খওয়ার তদরকি করেন। ব্যতিক্রম ধর্মী এই অনুষ্টানে উপস্থিত ছিলেন, রাউজান পৌরসভার মেয়র জমির উদ্দিন পারভেজ, রাউজান সদর ইউনিয়নের চেয়ারম্যান বিএম জসিম উদ্দিন হিরু, তরুন আওয়ামী লীগ নেতা হাসান মোহাম্মদ রাসেল, সরোয়ার হাসান, আবদুল লতিফ, যুবলীগ নেতা সাইফউদ্দিন বাবর, আওয়ামী লীগ নেতা নুরুল আলম, মোঃ আলম প্রমুখ।