রাউজানের কদলপুর নির্বাচনী পথসভায় ফজলে করিম চৌধুরী- জ্ঞানী গুনী ব্যক্তিদের জম্মভুমি রাউজানের ঐতিহ্য ধরে রাখতে চাই

শফিউল আলম, রাউজানবার্তাঃ
জ্ঞানী গুনী ব্যক্তিদের জম্মভুমি রাউজান রাউজানের ঐতিহ্য ধরে রাখতে চাই। জ্ঞানী গুণি ব্যক্তিদের জম্মভুমি রাউজানকে একটি মডেল উপজেলা হিসাবে গড়ে তুলতে রাউজানে ব্যাপক উন্নয়ন কাজ করেছি।

আগামী ৭ জানুয়ারী দ্বাদশ সংসদ নির্বাচনে নৌকা প্রতিকে ভোট দিয়ে রাউজানের উন্নযন কাজ করার সুযোগ দেবেন।

২৬ ডিসেম্বর মঙ্গলবার সকাল থেকে সারদিন আওয়ামী লীগের দলীয় প্রার্থী এবি এম ফজলে করিম চৌধুরী নৌকা প্রতিকে ভোট চেয়ে রাউজানের কদলপুর ইউনিয়নের পরীর দিঘির পাড়া, কদলপর আশরফ শাহমাজার গেইট, ঈশান ভট্টেুর হাট, সোমবাইজ্যারে হাট শমশের পাড়া, মীর বাগিচার এলাকায় নির্বাচনী প্রচারনা সভা ও পথসভায় আওয়ামী লীগের দলীয় প্রার্থী এবি এম ফজলে করিম চৌধুরী তার বক্তব্যে একথা বলেন।

রাউজান উপজেলা চেয়ারম্যান এহসানুল হায়দার বাবুল, রাউজান উপজেলা আওয়ামী লীগের সিনিয়র সহসভাপতি আনোয়ারুল ইসলাম, উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি কাজী ইকবাল, শাহাজাহান ইকবাল, কামরুল হাসান বাহাদুর, উপজেলা আওয়ামী লীগের কার্যুনিবাহী সদস্য সুমন দে, কামাল উদ্দিন, সাবেক চেয়ারম্যান সাইফুল হক চৌধুরী লাভলু, চেয়ারম্যান নিজাম উদ্দিন আহম্মদ চৌধুরী,

বিএম জসিম উদ্দিন হিরু, আওয়ামী লীগ নেতা সাহাবুউদ্দিন চৌধুরী, মুসলিম উদ্দিন জয়নাল, যুবলীগ নেতা সারজু মোহাম্মদ নাসের, ইমরান হোসেন ইমু,দিদারুল আলম, মঈন উদ্দিন মোস্তাফা, ছাত্রলীগ নেতা মনির তালুকদার, মোঃ আশিফ সহ আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগের নেতা কর্মীরা।

২৬ ডিসেম্বর মঙ্গলবার বিকালে ইসলামী ফ্রন্টের প্রার্থী স,ম জাফর উল্লাহ চেয়ার প্রতিকে ভোট চেয়ে রাউজানের বিভিন্ন এলাকায় গণসংযোগ করেন। স্বতন্ত্র প্রার্থী এডভোকেট শফিউল আজম ট্রাক প্রতিকে ভোট চেয়ে ট্রাক নিয়ে বিভিন্ন এলাকায় গনসংযোগ করেন।