৯৬ সাল থেকে মানুষের পাশে ছিলাম, নির্বাচিত হলে মানুষের কল্যানে কাজ করব- উরকিরচরে নির্বাচনী পথসভায় ফজলে করিম চৌধুরী

শফিউল আলম, রাউজানবার্তাঃ
৯৬ সাল থেকে ২৬ বৎসর রাউজানের মানুষের পাশে ছিলাম, আবারো রাউজানবাসী সুযোগ দিলে সাধারন মানুষের কল্যানে কাজ করবো।

রাউজানে ফায়ার ষ্টেশন, ২৬ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন কেন্দ্র, পিংক সিটি, সহ সরকারী অফিস আদালত, শিক্ষা প্রতিষ্টান, চট্টগ্রাম রাঙ্গামাটি মহাসড়ক সহ সড়কের উন্নয়ন কাজ করেছি। ব্রীজ কার্লভাট নির্মান করেছি।

স্বাস্থ্য সেবাকে মানুষের দৌড় গোড়ায় পৌছে দিতে ৪৪ টি কমিউনিটি সেন্টার নির্মান করেছি। ট্রমা হাসপাতাল নির্মান করেছি।

আমি আমার জীবনের ২৬ টি বৎসর রাউজানের মানুষের কল্যানে কাজ করেছি। আবারো রাউজান বাসী সুযোগ দিলে রাউজানের সাধারন মানুষের কল্যানে কাজ করবো।

২৪ ডিসেম্বর রবিবার সকাল থেকে বিকাল পর্যন্ত সময়ে রাউজানের উরকিরচর ইউনিয়ন ও নোয়াপাড়া ইউনিয়নের কয়েকটি এলাকায় নির্বাচনী প্রচারনাকালে পথসভায় বক্তব্যে আওয়ামী লীগের দলীয় প্রার্থী এবি এম ফজলে করিম চৌধুরী একথা বলেন।

নির্বাচনী প্রচারনা ও পথসভায় আরো উপস্থিত ছিলেন কেন্দ্রীয় আওয়ামী লীগ নেতা ডাঃ উত্তম কুমার বড়ুয়া, ডাঃ শেখ শফিউল আজম, রাউজান উপজেলা আওয়ামী লীগের সাধারন সম্পাদক অধ্যক্ষ কফিল উদ্দিন চৌধুরী, উপজেলা আওয়ামি লীগ নেতা কামরুল হাসান বাহাদুর, শাহাজাহন ইকবাল, নুরুল আবছার, রাউজান উপজেলা ভাইস চেয়ারম্যান নুর মোহাম্মদ, সাবেক চেয়ারম্যান নসরুউল্লাহ চৌধুরী লালু,

উরকিরচর ইউনিয়নের চেয়ারম্যান সৈয়দ আবদুল জব্বার সোহেল, চেয়ারম্যান বাবুল মিয়া, রোকন উদ্দিন, ভুপেশ বড়ুয়া, আওয়ামী লীগ নেতা মহসিন, জাহাঙ্গীর সিকদার,শফিউল আলম, আবদুল মজিদ, মনজুরুল আলম, জাফর আহম্মদ, জসিম উদ্দিন,

কৃষক লীগ নেতা শফিউল আলম, যুবলীগ নেতা মফজ্বল আহম্মদ, জাহাঙ্গীর আলম,রুবেল বৈদ্য, লোকমান আনচারী, ছাত্রলীগ নেতা সালাউদ্দিন সহ আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগের নেতা কর্মীরা ।