রাউজান উপজেলা নির্বাহী অফিসার আবদুস সামাদ শিকদার ও ওসি আবদুল্লাহ আল হারুনের বিদায় সংর্বধনা অনুষ্টিত

শফিউল আলম, রাউজানবার্তাঃ
দ্বাদশ সংসদ নির্বাচনকে অবাধ ও সুষ্ট ভাবে সম্পন্ন করতে নির্বাচন কমিশনের নির্দেশে দেশ ব্যাপী ইউ, এন ও, ওসি বদলী কার্যক্রমের আওতায় রাউজান উপজেলা নির্বাহী অফিসার আব্দুস সামাদ শিকদারকে কুমিল্লা মুরাদ নগর উপজেলায় বদলী করা হয়।

রাউজান থানার ওসি আবদুল্লাহ আল হারুনকে জোরারগঞ্জ থানায় বদলী করা হয়। রাউজান উপজেলা নির্বাহী অফিসার আবদুস সামাদ শিকদার ও ওসি আবদুল্লাহ আল হারুনের বদলী উপলক্ষে রাউজান উপজেলা প্রশাসনের উদ্যোগে বিদায় সংর্বধনা প্রদান করা হয়।

১১ ডিসেম্বর সোমবার সকালে রাউজান উপজেরা পরিষদ হলে অনুষ্টিত সংবর্ধনা সভায় সভাপতিত্বে করেন রাউজান উপজেলা সহকারী কমিশনার ভুমি রিদুয়ানুল ইসলাম। রাউজান উপজেলা প্রকল্প বাস্তবায়ন অফিসার নিয়াজ মোরশেদের সঞ্চলনায় অনুষ্টিত সংবধনা সভায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, রাউজান উপজেলা চেয়ারম্যান এহেসানুল হায়দার বাবুল।

এতে বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন রাউজান উপজেলা আওয়ামী লীগের সভাপতি কাজী আবদুল ওহাব, রাউজান পৌরসভার মেয়র জমির উদ্দিন পারভেজ। সংর্বধনা অনুষ্টানে বিদায়ী উপজেলা নির্বাহী অফিসার আবদুস সামাদ শিকদার ও ওসি আবদুল্লাহ আল হারুন রাউজান বাসীর দোয়া কামনা করে বক্তব্য রাখেন।

অনুষ্টানে আরো বক্তব্য রাথেন চেয়ারম্যান বিএম জসিম উদ্দিন হিরু, ক্যীড়া ব্যক্তিত্ব সুমন দে, শিক্ষক নেতা কাঞ্চন কুমার বিশ্বাস, অনুপম দাশগুপ্ত সহ উপজেলা প্রশাসনের কর্মকর্তা ও ইউপি চেয়ারম্যান গন। বিদায়ী উপজেলঅ নির্বাহী অফিসার আবদুস সামাদ শিকদারের স্থলে ভ্রাম্বন বাড়িয়া জেলার আখাউড়া উপজেলা নির্বাহী অফিসার অংগ্যাজাই মারমা রাউজান উপজেলা নির্বাহী অফিসার হিসাবে গতকাল ১১ ডিসেম্বর সোমবার যোগ দেবেন বলে জানান রাউজান উপজেলা সহকারী কমিশনার