২৫ কোটি টাকা ব্যয়ে হচ্চার ঘাট ব্রীজের ভিত্তিপ্রস্থর উপকৃত হবে ফটিকছড়ি- রাউজানের জনসাধারন

শফিউল আলম, রাউজানবার্তাঃ
চট্টগ্রাম জেলার রাউজান উপজেলার হলদিয়া ইউনিয়নের ৪নং ওয়াডের সর্তা খালের দক্ষিন পাড়ে হচ্ছার ঘাট এলাকা। সর্তার খালের অপর প্রান্তে ফটিকছড়ি উপজেলার ক্ষিরাম, ধর্মপুর, ক্ষিরাম বাজার, রাঙ্গামাটি জেলার কাউখালী উপজেলার বার্মাছড়ি, খাগড়াছড়ি জেলার লক্ষীছড়ি। রাউজান ফটিকছড়ি উপজেলা ও পার্বত্য জেলার হাজার হাজার মানুষ প্রতিদিন হচ্ছার ঘাট এলাকার সর্তার খালে পানিতে নেমে পায়ে হেটে যাতায়াত করে আসছে। এছাড়া ও রাউজানের হলদিয়া ইউনিয়নের হচ্ছার ঘাট হলদিয়া, দক্ষিন ক্ষিরাম, ফটিকছড়ি উপজেলার ক্ষিরাম ধর্মপুর এলাকায় সর্তার খালের দু পাড়ে বিপুল পরিমান ফসলী জমিতে সব্জি ক্ষেতের চাষাবাদ করেন কৃষকেরা। প্রতিদিন কৃষকেরা তাদের উৎপাদিত সব্জি, কলা, পেপেঁ, ফসলী জমি থেকে তুলে সর্তার খালের পানি দিয়ে বহন করে রাউজান ফটিকছড়ি উপজেলার হাট বাজারে নিয়ে যেতে হয়। প্রতিদিন হচ্ছার ঘাট এলাকায় কৃষকের উৎপাদিত সব্জি, ফল নিয়ে আসেন কৃষকেরা। রাউজান, ফটিকছড়ি উপজেলার বিভিন্ন এলাকা থেকে সব্জি ও ফল ব্যবসায়ীরা হচ্ছার ঘাট এলাকায় এসে সব্জি ও ফল কৃষকের কাছ থেকে ক্রয় করে নিয়ে হাট বাজারে বিক্রয় করেন। এছাড়া ও হচ্চঅর ঘাট সর্তার খালের পানি দিয়ে পায়ে হেটে হলদিয়া সাজেদা কবির চৌধুরী সরকারী প্রাথমিক বিদ্যালয়, হলদিয়া উচ্চ বিদ্যালয়, হলদিয়া সরকারী প্রাথমিক বিদ্যালয়, এয়াসিন শাহ কলেজ, এয়াসিন শাহ উচ্চ বিদ্যালয়,হজরত আবদুল গফুর শাহ ফাজিল মার্দ্রাসা, হলদিয়া ইউনিয়ন পরিষদ, আমির হাট বাজার, বইজ্যার হাট,রাউজান উপজেলা সদরে স্কুল কলেজের শিক্ষক শিক্ষার্থী, সাধারন মানুষ চলাচল করে। বর্ষার মৌসুমে জীবনের ঝুকিঁ নিয়ে সর্তার খাল সাতরিয়ে স্কুল কলেজের শিক্ষক শিক্ষার্থীরা কৃষকেরা সাধারন মানুষ চলাচল করে চরম দুর্ভোগে মধ্যে দিয়ে। একই ভাবে ফটিকছড়ি ক্ষিরাম এলাকার শিক্ষা প্রতিষ্টান ও ক্ষিরাম,ধর্মপুর এলাকার কৃষকেরা সর্তার খাল দিয়ে চরম দুভোর্গের যাতায়াত করেন।

রাউজান- ফটিকছড়ি দুই উপজেলার হাজার মানুষের চরম দুভোর্গ লাঘবে রেলপথ মন্ত্রনালয় সর্ম্পকিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি এবি এম ফজলে করিম চৌধুরী এমপি হচ্ছার ঘাট এলাকায় সর্তা খালের উপর ব্রীজ নির্মানের উদ্যোগ নেয়।
স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের উদ্যোগে হচ্চার ঘাট ব্রীজ নির্মানের পকল্প নেওয়া হয়। এপ্রোজ সড়ক সহ দৈর্ঘ্য ৪৫০ মিটার, দৈর্ঘ দুই পার্শ্বে এ্যাপ্রোজ সড়ক সহ ৩২০ মিটার প্রস্থ। ২৪ কোটি ৬৬ লাখ টাকা ব্যায়ে হচ্চার ঘাট ব্রীজ নির্মান কাজের ভিত্তিপ্রস্থর দেয় রেলপথ মন্ত্রনালয় সর্ম্পকিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি এবি এম ফজলে করিম চৌধুরী এমপি।

১৩ নভেম্বর সোমবার সকালে হচ্ছার ঘাট ব্রীজ নির্মান কাজের ভিত্তিপ্রস্থর অনুষ্টানে রাউজান –ফটিকছড়ি উপজেলার হাজার মানুষের মিলন মেলায় পরিণত হয়। হচ্চার ঘাট ব্রীজ নির্মান কাজের ভিত্তিপ্রস্থর অনুষ্টান উপলক্ষে হচ্চার ঘাট এলাকায় সর্তার খালের পাড়ে বিশাল জনসভায় অনুষ্টিত হয়। হলদিয়া ইউনিয়নের চেয়ারম্যান শফিকুল ইসলামের সভাপতিত্বে অনুষ্টিত সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে রেলপথ মন্ত্রনালয় সর্ম্পকিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি এবি এম ফজলে করিম চৌধুরী এমপি বলেন, আমি রাউজান বাসীর শাসক হিসাবে কাজ করিনি। রাউজান বাসীর সেবক হিসাবে কাজ করেছি। আগামী দিনে ও রাউজান বাসীর সেবক হিসাবে কাজ করে যাবো। রাউজানের সাধারন মানুষকে স্বাধীনাতার স্বপক্ষে কাজ করার আহবান জানান। স্বাধীনতার স্বপক্ষের শক্তি ক্ষমতায় থাকায় দেশ ও রাউজানে ব্যাপক উন্নয়ন হয়েছে। স্বাধীনতার স্বপক্ষের শক্তি ক্ষমতায় আসার পুর্বে বিএনপি জামাত জোট সরকারের শাসন আমলে রাউজানে কোন উন্নয়ন হয়নি, সন্ত্রাসের রাজত্ব কায়েম হয়েছে । রাউজান বর্তমানে শান্তির জনপদ, আবারো স্বাধীনতা বিরোধী শক্তি ক্ষমতায় আসলে উন্নয়নের ধারা ব্যাহত হবে শান্তির জনপদ রাউজান সন্ত্রাসের জনপদে পরিণত হবে।

রাউজান উপজেলা আওয়ামী লীগ নেতা মাহবুল আলম, হলদিয়া ইউনিয়ন আওয়ামী লীগের সাধারন সম্পাদক রুনু ভট্টচার্য, হলদিয়া ইউনিয়ন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক জিয়াউল হক চৌধুরী সুমনের যৌথ সঞ্চলনায় অনুষ্টিত সর্তার খালের অপর প্রান্তে ক্ষিরাম এলাকায় হচ্চার ঘাট ব্রীজ নির্মান কাজের ভিত্তিপ্রস্থর অনুষ্টান উপলক্ষে হচ্চার ঘাট এলাকায় সর্তার খালের পাড়ে বিশাল সমাবেশে আরো বক্তব্য রাখেন রাউজান উপজেলা চেয়ারম্যান এহেসানুল হায়দার বাবুল, রাউজান উপজেলা আওয়ামী লীগের সভাপতি কাজী আবদুল ওহাব, রাউজান পৌরসভার মেয়র জমির উদ্দিন পারভেজ, রাউজান উপজেলা নির্বাহী অফিসার আবদুস সামাদ শিকদার, উপজেলা সহকারী কমিশনার ভুমি রিদুয়ানুল ইসলাম, স্থানীয় সরকার প্রকৌশল চট্টগ্রাম এর নির্বাহী প্রকৌশলী মোহাম্মদ হাসান আলী, উপজেলা আওয়ামী লীগের সিনিয়র সহ সভাপতি আনোয়ারুল ইসলাম, উপজেলা আওয়ামী লীগের সাধারন সম্পাদক অধ্যক্ষ কফিল উদ্দিন চৌধুরী, উপজেলা আওয়ামী লীগের যুগ্ন সম্পাদক পৌর প্যনেল মেয়র বশির উদ্দিন খান, রাউজান উপজেলা প্রকৌশলী আবুল কালাম।

হচ্চার ঘাট ব্রীজ নির্মান কাজের ভিত্তিপ্রস্থর অনুষ্টান উপলক্ষে সর্তার খালের অপর প্রান্তে ফটিকছড়ি উপজেলা ক্ষিরাম এলাকায় পৃথকভাবে সমাবেশের আয়োজন করা হয় । সর্তার খালের অপর প্রান্তে ফটিকছড়ি উপজেলা ক্ষিরাম এলাকায় সমাবেশে সর্তার খালের পানিতে নেমে পায়ে হেটে রেলপথ মন্ত্রনালয় সর্ম্পকিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি এবি এম ফজলে করিম চৌধুরী এমপি যোগদান করেন। সর্তার খালের অপর প্রান্তে ফটিকছড়ি উপজেলা ক্ষিরাম এলাকায় সমাবেশে সংরক্ষিত মহিলা আসনের মহিলা সংসদ সদস্য খদিজাতুল আনোয়ার সানি সহ ফটিকছড়ির আওয়ামী লীগ যুবলীগ, ছাত্রলীগের নেতা কর্মীরা বক্তব্য রাখেন।