রাউজানবার্তা প্রতিবেদকঃ
বাংলাদেশ জামায়াত ইসলামী উরকিরচর ইউনিয়ন শাখার উদ্যোগে শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে।
শুক্রবার বিকেলে উরকিরচর ইউনিয়ন পরিষদ কার্যালয়ে শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ইউনিয়ন শাখার সহ সভাপতি লোকমান হাকিম।
উরকিচর ইউনিয়ন শাখার সভাপতি করিম উল্লাহ স্বাগত বক্তব্যের মধ্যদিয়ে উরকিরচর ইউনিয়ন শাখার সম্পাদক মোহাম্মদ ইসমাইলের সঞ্চালনায় এতে প্রধান অতিথি ছিলেন রাউজান উপজেলা আমির মুহাম্মদ শাজাহান মন্জু,
বিশেষ অতিথি ছিলেন উপজেলা বায়তুল মাল সেক্রেটারী বেলাল মোহাম্মদ, উপজেলা ওলামা বিভাগের সভাপতি নাজিমুউদ্দীন আল আজাদ, ইউনিয়ন বায়তুল মাল সেক্রেটারী আতাউল মোস্তফা উপস্থিত ছিলেন আছাদুজ্জামান রনি, নুরুল আজিজ, তৈয়ব উদ্দিন, আবদুর রহমান, প্রমুখ্।
প্রধান অতিথি বলেন জামায়াত ইসলামী হত দরিদ্র মানুষের কল্যাণে কাজ করেন এবং মানুষের ন্যয়ায্য অধিকার ফিরিয়ে পেতে কাজ করে যাচ্ছেন এসময় শতাধিক শীতার্ত মানুষের মাঝে কম্বল তুলে দেন নেতৃবিন্দ।