রাউজান উপজেলা বিএনপির সদস্য সচিব আনোয়ার হোসেন এর চাচার ইন্তেকাল

এম জাহাঙ্গীর নেওয়াজঃ

রাউজান উপজেলা বিএনপির সদস্য সচিব আনোয়ার হোসেন এর চাচা নোয়াপাড়া পলোয়ানপাড়া ৫নং রোড নিবাসী মরহুম গুণু মিঞার ৪রে থ সন্তান আবুল কালাম বৃহস্পতিবার সকাল ৯ টার সময় চট্টগ্রাম মেডিকেলে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেছেন ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।

বৃহস্পতিবার বাদ আছর মরহুমের জায়নাযার নামাজ অনুষ্টিত হয় এতে উপস্থিত ছিলেন সাবেক প্রধান মন্ত্রী বেগম খালেদা জিয়ার উপদেষ্টা গোলাম আকবর খোন্দকার, রাউজান উপজেলা বিএনপির সদস্য সচিব আনোয়ার হোসেন, উত্তর জেলা বিএনপির নেতা হাজী জসিম উদ্দিন, আরাফাত হোসেন রানা, রাউজান যুবদল নেতা নুরুল হুদা, ইলিয়াস বাহাদুর, জানে আলম, সাহাদাত হোসেন, ব্যবসায়ী সেলিম নুর, ব্যাংকার মোহাম্মদ হারুন, রাজনৈতিক ব্যক্তি, সাংবাদিক সহ অসংখ্য আত্মীয় স্বজন জানাজায় উপস্থিত ছিলেন।

নামাজে জানাজা শেষে মরহুমের সামাজিক কবরস্থানে তাকে দাফন করা হয়।