শফিউল আলম, রাউজানবার্কাঃ
আতায়ে রাসুল (দঃ) খাজায়ে খাজাগান খাজা মঈনুদ্দিন চিশতি (রাঃ) এর ওরছ মোবারক ও ইমামুল আউলিয়া হুজুর গাউসুল আজম মাওলানা শাহসুফী সৈয়দ আহমদ উল্লাহ মাইজভান্ডারী (কঃ) এর ১১৯ তম বার্ষিক ওরশ শরীফ উপলক্ষে মিলাদ মাহফিল ও জিকিরে ছেমা মাহফিল অনুষ্ঠিত হয়।
গত ৮ জানুয়ারী বুধবার মাইজভান্ডারী গাউছিয়া হক কমিটি বাংলাদেশ রাউজান রশিদর পাড়া শাখার সম্মানিত সদস্য মুহাম্মদ আরব মিয়ার পরিবারের ব্যবস্থাপনায় তার বাস ভবনে অনুষ্টিত , মাহফিলে সভাপতিত্ব করেন মাইজভান্ডারী গাউছিয়া হক কমিটি বাংলাদেশ রাউজান রশিদর পাড়া শাখার সভাপতি মুহাম্মদ নূরুল আলম চৌধুরী।
সংগঠনের সাধারণ সম্পাদক মুহাম্মদ রাকিব এর পরিচালনায় প্রধান অতিথি ছিলেন ফটিকছড়ি খিরাম নূরুল উলূম আহমদিয়া মাদরাসায় আরবী প্রভাষক আল্লামা আবুল বশর মাইজভান্ডারী। এতে প্রধান আলোচক ছিলেন মাইজভান্ডারী গাউছিয়া হক কমিটি বাংলাদেশ রাউজান উপজেলা খ” জোনের সমন্বয়ক মাওলানা মোহাম্মদ মহিম উদ্দীন মাইজভান্ডারী, বিশেষ অতিথি ছিলেন রাউজান উপজেলা গ” জোনের সমন্বয়ক কাজী আসলাম উদ্দীন, ডাবুয়া ২ নং ওয়ার্ডের সাবেক ইউপি সদস্য মুহাম্মদ সোলাইমান, রাউজান মুন্সির ঘাটা শাখার সভাপতি মুহাম্মদ রাসেল, রাউজান ছত্র পাড়া শাখার সাধারণ সম্পাদক মুহাম্মদ রিমন, মুহাম্মদ নুর মোহাম্মদ, মাওলানা মুহাম্মদ নিজাম উদ্দিন মাইজভান্ডারী, মুহাম্মদ আনোয়ার সওদাগর, মুহাম্মদ আবদুল সালাম, মুহাম্মদ ফিরোজ আহমদ, মুহাম্মদ লোকমান, মুহাম্মদ রাসেল, মুহাম্মদ তৌহিদুল আলম।
জিকিরে ছেমা মাহফিল পরিবেশন করেন মরমি শিল্পী মুহাম্মদ শাহেদুল আলম।