রাঙ্গুনিয়া মধ্য বেতাগী খাজা গরীব নেওয়াজ (র:) ফাতেহা অনুষ্ঠিত

এম জাহাঙ্গীর নেওয়াজঃ

রাঙ্গুনিয়ার বেতাগীতে ঈদে মেরাজুন্নবী (দঃ) ও খাজা গরীব নাওয়াজ (রাঃ)’র বার্ষিক ফাতেহা উদযাপন উপলক্ষে ৩৮ তম খাজা গরীব নাওয়াজ কনফারেন্স ও সুন্নী সম্মেলন সম্পন্ন হয়েছে।

হযরত খাজা গরীব নাওয়াজ (রাঃ) স্মতি সংসদের ব্যবস্থাপনায় বুধবার রাতে পুরাতন গাবগুলাতল, মাইজপাড়া, মধ্য বেতাগীতে এলাকাবাসী প্রবাসীদের সার্বিক সহযোগিতায় শুরুতেই খতমে কোরআন, খতমে গাউছিয়া, খতমে খাজেগান, জিকিরে মোস্তফা অনুষ্ঠিত হয়।

সুন্নী সম্মেলনে সভাপতিত্ব করেন দরবারে বেতাগী আস্তানা শরীফের সাজ্জাদানশীন পীরে তরিকত মাওলানা মুহাম্মদ গোলামুর রহমান আশরাফ শাহ্।

হাসান মুরাদুল ইসলামের পরিচালনায় আলোচনা করেন অধ্যক্ষ মাওলানা ইলিয়াছ নূরী, মুফতি সাইফুল ইসলাম বারী, মাওলানা জয়নুল আবেদীন কাদেরী, মাওলানা জসিম উদ্দীন আবেদী, মাওলানা জালাল উদ্দীন আল-কাদেরী।

আমন্ত্রিত ওলামায়ে কেরামের মাঝে উপস্থিত ছিলেন- মাওলানা আহমদ করিম নঈমী, মাওলানা আবু জাফর, মাওলানা আমানত উল্লাহ, হাফেজ জাহাঙ্গীর আলম, মাওলানা আলী নঈমী, ক্বারী সৈয়দ্যুর রহমান, মাওলানা জামাল হোসেন, মাওলানা আরিফুর রহতান রাশেদ, মাওলানা শাহ আলম, মাওলানা নুরুল আলম, মাওলানা মোফাচ্ছেল চৌধুরী, মাওলানা আনোয়ার হোসেন।

সংগঠনের নেতৃবৃন্দের মাঝে উপস্থিত ছিলেন- প্রতিষ্ঠাতা মো. রমজান আলী, সি. উপদেষ্ঠা লোকমান হাকিম, ইকবাল হোসেন, জুবাইর ইসলাম, মো. মানিক, জিয়াউল হোসেন মিনার, মো. তারেক, রাব্বি, রানা, ইমতিয়াজ, আব্দুল কাদের আকাশ, নয়ন, রাহাত, ইয়াসিন, তাহাসান, মাকসুদ সহ অনেকে।

শেষে মিলাদ কেয়াম ও দোয়া মোনাজাতের পর সকলের মাঝে তাবারুখ বিতরণ করা হয়।