চট্টগ্রাম রাঙ্গামাটি মোটর মালিক সমিতির নেতৃবৃন্দ্বের সাথে বিএনপির নেতাদের মতবিণিময়

শফিউল আলম, রাউজানবার্তাঃ

রাউজানের বিএনপি নেতৃবৃন্দের সঙ্গে মতবিনিময় করেছে চট্টগ্রাম-রাঙামাটি মোটর মালিক সমিতি।

শনিবার (২১ সেপ্টেম্বর) রাউজান জলিল নগরস্থ কার্যালয়ে আয়োজিত মতবিনিময় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন রাউজান সদর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান বিএনপি নেতা ফয়েজুল ইসলাম চৌধুরী টিপু।

সভাপতিত্ব করেন চট্টগ্রাম-রাঙামাটি মোটর মালিক সমিতি সভাপতি সৈয়দ হোসেন কোম্পানি। অতিথি ছিলেন সাধারণ সম্পাদক আলহাজ্ব আবদুর রহমান, সাবেক কাউন্সিলর রেজাউল রহিম আজম, মো. সাহেদুল আলম, উত্তর জেলা স্বেচ্ছাসেবক দলের সিনিয়র যুগ্ম আহবায়ক নুরুল ইসলাম বাবুল, উত্তর জেলা যুবদলের যোগাযোগ সম্পাদক, রাউজান কলেজ ছাত্রদলের সাবেক সভাপতি সৈয়দ মো. তৌহিদুল আলম, চট্টগ্রাম উত্তর জেলা ছাত্রদলের সাবেক সিনিয়র যুগ্ম সম্পাদক ও রাউজান কলেজ ছাত্রদলের সাবেক সভাপতি রাসেল খাঁন, মো. রিপন, মো. সেলিম, মো. মঞ্জু, যুবদল নেতা আলী হামজা, সমিতির সহ-সভাপতি জাবের আহমদ, মনিরুল ইসলাম, মো. নবীদুল আলম, কাজী মো. জামাল, মো. হাসান, ইমতিয়াজ জাহাঙ্গীর, মো. হারুন, আবদুল মালেক, মো. গিয়াস, মো. জাগির হোসেন, ফজল কাদের।

এসময় উপস্থিত ছিলেন মোহাম্মদ আলমগীর, জাসেদ খান জাসু, জাহাঙ্গীর আলম, সোহেল মানিক, আবদুল মান্নান, মো. আবদুল মান্নান, মো. নাজিমসহ আরও অনেকে।