বিশ্বনন্দিত নেতা সালাউদ্দিন কাদের বেঁচে থাকলে জুলুম-নির্যাতনের স্থায়িত্ব ১৭ বছর হতো না’

রাউজানে সালাউদ্দিন কাদের চৌধুরী স্মৃতি সংসদের ৯ম শাহাদাৎ বার্ষিকী অনুষ্ঠানে বক্তারা

শফিউল আলম, রাউজানবার্তাঃ

বিশ্বনন্দিত নেতা সালাউদ্দিন কাদের চৌধুরী ছিলেন অন্যায়ের প্রতিবাদী কণ্ঠস্বর। তাকে বিচারের নামে জুডিসিয়াল কিলিং’র মাধ্যমে দেশী-বিদেশী ষড়যন্ত্রের মাধ্যমে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে। সালাউদ্দিন কাদের চৌধুরী যদি বেঁচে থাকতেন তাহলে স্বৈরাচার সরকার কর্তৃক জনগণের উপর চালানো জুলুম নির্যাতনের স্থায়িত্ব ১৭ বছর হতো না।

২৫ নভেম্বর সোমবার বিকালে রাউজান পৌরসভাস্থ রাউজান ইংলিশ স্কুল প্রাঙ্গনে উপমহাদেশের প্রখ্যাত পার্লামেন্টরিয়ান, বিএনপি’র স্থায়ী কমিটির সদস্য, সাবেক প্রধানমন্ত্রীর সংসদ বিষয়ক উপদেষ্টা, সাবেক এম.পি ও মন্ত্রী সালাউদ্দিন কাদের চৌধুরীর ৯ম শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে শহীদ সালাউদ্দিন কাদের চৌধুরী স্মৃতি সংসদ আয়োজিত আলোচনা সভা ও দোয়া মাহফিলে বক্তারা এসব কথা বলেন।

একই সঙ্গে বিচারের নামে হত্যাকাণ্ডে জড়িতদের সকলের বিচার দাবি করে বক্তারা আরও বলেন, সালাউদ্দিন কাদের চৌধুরী চট্টগ্রামের মানুষের অধিকারের কথা বলতেন। সালাউদ্দিন কাদের চৌধুরীর শিক্ষা হচ্ছে অন্যায়ের কাছে মথানত না করা। তাঁর আদর্শে উজ্জীবিত হয়ে কাজ করতে হবে।

আলোচনা সভায় সভাপতিত্ব করেন চট্টগ্রাম উত্তর জেলা যুবদলের সহ-ক্রীড়া বিষয়ক সম্পাদক মো. আলী সুমন। প্রধান অতিথি ছিলেন রাউজান পৌরসভা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক সৈয়দ মো. মঞ্জুরুল হক মঞ্জু। প্রধান বক্তা ছিলেন চট্টগ্রাম উত্তর জেলা যুবদলের সহ-সভাপতি সাবের সুলতান কাজল। যুবদল নেতা আবু বক্কর সিদ্দিকীর সঞ্চালনায় বিশেষ অতিথি ছিলেন উত্তর জেলা ছাত্রদলের সাবেক সিনিয়র যুগ্ম সম্পাদক রাসেল খাঁন, উত্তর জেলা যুবদলের যোগাযোগ সম্পাদক ও রাউজান কলেজ ছাত্রদলের সাবেক সভাপতি সৈয়দ মো. তৌহিদুল আলম, জেলা যুবদলের গণশিক্ষা বিষয়ক সম্পাদক সাঈদ বিন আমান রানা, পৌর যুবদলের সদস্য সচিব শাহ্জান সাহিল, যুবদল নেতা শহীদ চৌধুরী, উত্তর জেলা ছাত্রদলের সহ-সাধারণ সম্পাদক আরিফুল ইসলাম, রাউজান কলেজ ছাত্রদলের সাবেক সহ-সভাপতি হাসান বাহাদুর, পৌর স্বেচ্ছাসেবক দলের আহবায়ক শাহাদাত মির্জা, মহানগর ছাত্রদলের যুগ্ম আহবায়ক ওমার কাইয়ুম, যুবদল নেতা আনোয়ার হোসেন বাচলু, সাইফুল ইসলাম রবিউল, মোজাম্মেল হক রাসেল, আবদুর শুক্কুর, পৌর যুবদলের যুগ্ম আহবায়ক সাজ্জাদ হোসেন, আশিকুর রহমান ফয়েজ, রিয়াজ চৌধুরী, রিয়াজ চৌধুরী, রবিউল হাসান রবি, সৈয়দ ফরহাদ হোসেন বাবু, মঈনুল ইসলাম টিংকু, মহিত, মোকারম হোসেন। এসময় উপস্থিত ছিলেন যুবদল নেতা মঞ্জুরুল আলম মঞ্জু, মো. হোসেন, খোরশেদ আলম, আমান উল্লাহ, সাইফুল কাদের, বেদার মাস্টার প্রমুখ।

মিলাদ কিয়াম শেষে মোনাজাত পরিচালনা করেন বায়তুর রহমান জামে মসজিদ পেশ ইমাম হাফেজ মাওলানা নুর মোহাম্মদ।