রোটারী ইস্কান্দর চৌধুরী বাস ভবনের বাউন্ডারি দেওয়াল ধসে দূর্ঘটনার শংকা

এম জাহাঙ্গীর নেওয়াজঃ

রাঙ্গুনিয়া রোটারী বেতাগী হাই স্কুলের প্রধান ফটকের পাশে অবস্থিত মরহুম রোটারী ইস্কান্দর চৌধুরী বাস ভবনের বাউন্ডারি দেওয়াল ধসে পরে যে কোন সময় ঘটতে পারে মারাত্মক দূরঘটনা।

এই ঝুঁকিপূর্ণ দেওয়ালের পাশ দিয়ে শতাধিক শিক্ষার্থী ও বিভিন্ন গাড়ি চলাফেরা করে। এছাড়াও মসজিদ কবরস্থানে জীবনের ঝুঁকি নিয়ে যাতায়াত করে অসংখ্য লোকজন। এতে যে কোন সময় ঘটতে পারে মারাত্মক দূর্ঘটনা।

সরজমিন দেখা যায়, সড়কের পাশে অবস্থিত এই দেওয়ালে বড় বড় ফাটল দেওয়াটি সড়কের দিকে হেলে পড়েছে। এই ঝুঁকিপূর্ণ দেওয়াল নিয়ে এখানকার বাসিন্দা মুহাম্মদ ইকবাল বলেন রোটারী ইসকান্দর চৌধুরী ভবনের দেওয়ালটি যেকোনো সময় ধসে পড়তে পারে, এতে স্কুলে যাতায়াত কারি ছেলে মেয়েদের উপর পড়ে জীবন হানী ঘঠার শংকায় তারা।স্থানীয় এলাকা বাসীও দেওয়ালের অবস্থায় উদ্বিগ্ন। এই ব্যপারে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে স্থানীয় প্রশাশনে সুদৃষ্টি কামনা করেন এলাকা বাসী।

অনেকবার চেষ্টা করেও এই ভবনটিতে কোন লোকজন না থাকায় তাদের বক্তব‍্য এবং এ ব্যাপারে তারা কি ব্যবস্থা নিবে তা জানা যায়নি।