এম জাহাঙ্গীর নেওয়াজ, রাঙ্গুনিয়া থেকেঃ
রাঙ্গুনিয়া ৭ নং বেতাগী ইউনিয়নের গাউছিয়া কমিটি বাংলাদেশ ৪নং ওয়াড কমিটির পক্ষ থেকে ঈদুল ফিতরে জামেয়া আহম্মদিয়া সুন্নিয়া আলিয়া মাদ্রাসার জন্য হাদিয়ার খেদমতে থাকায় ১০ জন সদস্যকে সম্মাননা স্নারক প্রদান করা হয়।
গাউছিয়া কমিটি বাংলাদেশ বেতাগী ৪ নং ওয়াড কমিটির সভাপতি এম জাহাঙ্গীর নেওয়াজ এর সভপতিত্বে খতমে গাউছিয়া ও সভা অনুষ্টিত হয় সভায় সংগঠনের সাধারণ মুহাম্মদ সাহেদুল ইসলাম সেলিম এর সঞ্চালনায় মদ্য বেতাগী চম্পাতলী হযরত রাহাত আলী শাহ (র:) জামে মসজিদে গত শুক্রবার অনুষ্টিত হয়।
অনুষ্ঠানে অথিতি ছিলেন গাউছিয়া কমিটি বাংলাদেশ বেতাগী ১ নং ওয়াডের সাবেক সভাপতি মাওলানা মুহাম্মদ মুস্তাফা কামাল আলকাদেরী, সংগঠনের সহ সভাপতি আহমদ উল্লাহ, সভায় সম্মাননা স্মারক গ্রহণ করেন মুহাম্মদ ফারুক (মাষ্টার) মুহাম্মদ আমিরুজ্জামান, মুহাম্মদ ইরফান, মুহাম্মদ খোরশেদ, মুহাম্মদ রায়হান।
সভায় মানবতার কল্যাণে নিবেদীত গাউছিয়া কমিটি সাফল্য এবং দেশ ও জাতির কল্যাণ কামনায় মুনাজাত করে তাবরুক বিতরণের মাধ্যমে সমাপ্ত হয়।