রাউজান পৌরসভা যুবদলের বন্যা কবলিত স্থান পরিদর্শন

রাউজানবার্তা প্রতিবেদকঃ

রাউজানে পাহাড়ি ঢল ও টানা বৃষ্টিতে প্লাবিত হয় বেশির ভাগ গ্রামীণ এলাকা। এতে ফসলের জমি, মাছের পুকুর ও সড়ক ক্ষতিগ্রস্থ হয়েছে।

সরেজমিনে দেখা গেছে, বন্যায় রাউজানের পশ্চিম নোয়াপাড়া, পালোয়ান পাড়া, মোকামীপাড়া, সাম মাহালদারপাড়া, ছামিদর কোয়াং, কচুখাইন, দক্ষিণ নোয়াপাড়া, মইশকরম, সওদাগরপাড়া, সুজারপাড়া, পূর্ব উরকিরচর, খলিফার ঘোনা, বৈইজ্জাখালি, বাগোয়ান, পশ্চিম গুজরা, গহিরা, নোয়াজিশপুর, চিকদাইর, হলদিয়া, ডাবুয়াসহ কয়েকটি গ্রামের কয়েক কোটি টাকার রাস্তা ঘাট, পুকুরের মাছ, ফসলের জমি ও ঘরবাড়ির ক্ষয়ক্ষতি হয়েছে।

২৩ আগষ্ট শুক্রবার বিকেলে রাউজান পৌরসভা যুবদলের সদস্য সচিব এম, শাহ্জান সাহিলের নেতৃত্বে যুবদলের নেতাকর্মীরা রাউজানের বন্যা কবলিত বিভিন্ন এলাকা পরিদর্শন করেছেন।

এসময় রাউজান পৌরসভা যুবদলের সদস্য সচিব এম, শাহ্জান সাহিল জানান, দলের পক্ষ থেকে বন্যায় ক্ষতিগ্রস্থদের মানবিক সহয়তা দেয়া হচ্ছে এবং খুব দ্রুত সময়ের মধ্যে ক্ষতিগ্রস্থ রাস্তাঘাট মেরামতের উদ্যোগ নেয়া হবে।

এসময় উপস্থিত ছিলেন যুবদল নেতা সোলাইমান, জামাল, রুবেল দাস, ইকতিয়ার, আরিফ সহ নেতৃবৃন্দ।