আজ , বৃহস্পতিবার, ৬ মার্চ ২০২৫

রাঙ্গুনিয়ার মানবাধিকার কর্মকর্তা মাওলানা জহুরুল আনোয়ার উমরাহ্’র উদ্দেশ্যে সৌদি যাত্রা

লেখক : সাহেদুর রহমান মোরশেদ | প্রকাশ: ২০২৫-০৩-০৬ ১৩:৫৫:২৯

এম জাহাঙ্গীর নেওয়াজ

চট্টগ্রাম জামেয়া আহমদিয়া সুন্নিয়া কামিল মাদরাসার প্রবীণ মুদাররিস, বাংলাদেশ মানবাধিকার বাস্তবায়ন সংস্থা রাঙ্গুনিয়া উপজেলা মডেল শাখার সভাপতি, চট্টগ্রাম জেলা শাখার সহ-সভাপতি, ইসলামী শিক্ষা সংস্কৃতি ও সাহিত্য মুখপত্র ‘মুক্তির দিশারী’ সম্পাদক, ইসলামী সংস্কৃতি পরিষদের মহাসচিব, সাহিত্যিক ও মানবাধিকার গবেষক মাওলানা মুহাম্মদ জহুরুল আনোয়ার ৫ মার্চ বৃহস্পতিবার সকালে পবিত্র উমরাহ্ পালনের উদ্দেশ্যে রাওয়ানা ।
তিনি সহীহ্ সালামতে পৌঁছে সুস্বাস্থ্যে ইবাদাত-বন্দেগী করতে পারার জন্য সকলের দু’আ চেয়েছেন। তিনিও মহান আল্লাহ্ তাআ’লার দরবাবে দু’আ ও রাসূলুল্লাহ্ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম-এর রাওযাহ্ মুবারাকে সকলের সালাম পেশ করবেন বলে জানান।
এ উপলক্ষে বেঙ্গল ইসলামী লাইফ ইন্স্যুরেন্স লিমিটেড-এর চট্টগ্রাম মেট্রো সার্ভিস পয়েন্ট অফিসে কোম্পানির ডেপুটি প্রজেক্ট হেড খোরশেদ আলম ফারুকী, কোম্পানির ব্রাঞ্চ ম্যানেজার এজলাস মিয়া, ইউনিট ম্যানেজার প্রকৌশলী কাজী রাশেদ, মানবাধিকার কর্মী মোহাম্মদ আলী চৌধুরী ও মোহাম্মদ আবদুস সালাম সবুজ তাঁকে ফুলেল শুভেচছা জানান।