ন্যায় ও ইনসাফ প্রতিষ্ঠা করতে চাই জামায়াত
লেখক : সাহেদুর রহমান মোরশেদ | প্রকাশ: ২০২৫-০২-২৫ ১৮:০৫:৫২


এম জাহাঙ্গীর নেওয়াজ:
রাউজান ফাউন্ডেশনের উদ্দেগে গত শনিবার রাতে নোয়াপাড়া শাহ আমানত মার্কেট চত্বরে তাফসিরুল কুরআন মাহফিল অনুষ্ঠিত হয়।
রাউজান ফাউন্ডেশনের নির্বাহী সভাপতি হারুন আল রশিদের সভাপতিত্ত্বে সেক্রেটারি ফরিদুল ইসলাম আনসারীর পরিচালনায় উক্ত মাহফিলে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন বিশিষ্ট ইসলামীচিন্তাবিদ ও রাজনীতিবিদ মোহাম্মদ আলা উদ্দিন সিকদার ।
প্রধান ওয়ায়েজ হিসাবে তাফসির পেশ করেন আলহাজ্ব মাওলানা হারুনুর রশিদ চরখানাই, পটিয়া।
বিশেষ ওয়ায়েজ হিসাবে তাফসির পেশ করেন চট্টগ্রাম জামাল খানস্থ সলিমা সিরাজ মহিলা মাদ্রাসার উপাধ্যক্ষ আলহাজ্ব মাওলানা মোহছেন আল্ হোসাইন লাম্বুরহাট হোসাইনিয়া জামিউল উলুম মাদ্রাসা পরিচালনা পরিষদের সেক্রেটারী মাওলানা মোহাম্মদ বিদওয়ানুল হক।
বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন বিশিষ্ট ছাত্রনেতা শওকত আলী, রাউজান ফাউন্ডেশনের প্রধান উপদেষ্টা মোহাম্মদ শাহজান মন্জু। শুভেচ্ছা বক্তব্য রাখেন নোয়াপাড়া উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মাষ্টার হাবিব উল্লাহ।
আরো উপস্থিত ছিলেন শেরশাহ কলোনি ডাঃ মাজহারুল হক উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুস সালাম, বিশিষ্ট সমাজ সেবক এমদাদুল হক, বিশিষ্ট ব্যাংকার রফিকুল ইসলাম ইসলামাবাদী, ইউছুপ ইমন, চুয়েট স্কুল এন্ড কলেজের শিক্ষক মিজানুর রহমান, বিশিষ্ট ছাত্রনেতা তৌহিদুল ইসলাম, আবু বক্কর, ফাউন্ডেশনের অর্থ সম্পাদক করিম উল্লাহ, অফিস সম্পাদক মোহাম্মদ এরশাদ, প্রচার সম্পাদক মোহাম্মদ রাশেদ, শ্রমিক নেতা আব্দুর রহিম, আব্দুল হালিম, ফাউন্ডেশনের কর্মকর্তা নুরুল আলম, আরিফুল ইসলাম প্রমুখ।
© 2019 - All Rights Reversed raozanbarta24.com
Web Developed By : HostBuzz Inc