শফিউল আলম, রাউজানবার্তাঃ
আত্মশুদ্ধির চেতনায় উদ্দীপ্ত তারুণ্যনির্ভর সংগঠন তাজকিয়া সাফল্যের সাথে ১৬ বছর পেরিয়ে ১৭ বছরে পদার্পণ করেছে।
গত ২৭ সেপ্টেম্বর শুক্রবার তাজকিয়ার ১৬তম বর্ষপূর্তি উপলক্ষ্যে কেন্দ্রীয় সভাপতি ডাঃ কৌশিক সায়মন শুভ এর সভাপতিত্বে নগরীর হামজারবাগস্থ মাদরাসা-ই-শাহানশাহ হযরত সৈয়দ জিয়াউল হক মাইজভাণ্ডারী (ক.) মিলনায়তনে নানা আনন্দঘন আয়োজনের মধ্য দিয়ে উক্ত দিনটি উদযাপন করা হয়।
শাহানশাহ হযরত সৈয়দ জিয়াউল হক মাইজভাণ্ডারী ট্রাস্টের সম্মানিত সচিব এ.ওয়াই.এম ডি জাফর উপস্থিতিতে বেলুন উড্ডয়ন ও জাতীয় সংগীত পরিবেশনার মাধ্যমে শুরু হওয়া অনুষ্ঠানে সঞ্চালনা করেন তাজকিয়া পটিয়া জোনের সভাপতি মোঃ জামশেদ আলম।
এতে পবিত্র কোরআন থেকে অর্থসহ তিলাওয়াত করেন হাফেজ মোহাম্মদ জুনায়েদ হাসান, পবিত্র নাতে রাসূল (দ.) পরিবেশন করেন মোহাম্মদ তাসিন ফাহাদ, মাইজভাণ্ডারী কালাম পরিবেশন করেন শাহিদুল আলম ইমন, দপ সহকারে নাশিদ পরিবেশন করেন তাজকিয়া মাদ্রাসা-এ গাউসুল আযম মাইজভাণ্ডারী শাখার সদস্যবৃন্দ, লালনগীতি পরিবেশন করেন মোহাম্মদ আবু ইউসুফ সম্রাট।
উক্ত বর্ষপূর্তি অনুষ্ঠানে শুভেচ্ছা বক্তব্য রাখেন তাজকিয়ার ১৬ তম প্রতিষ্ঠাবার্ষিকীর আহবায়ক মোঃ ইরফান হাসান। উক্ত বর্ষপূর্তি অনুষ্ঠানের উদ্ভোধক হিসেবে তাজকিয়াকে নানা দিক নির্দেশনা ও শুভেচ্ছা জানিয়ে বক্তব্য রাখেন শাহানশাহ হযরত সৈয়দ জিয়াউল হক মাইজভাণ্ডারী (ক.) ট্রাস্ট এর সচিব অধ্যাপক এ ওয়াই এম. ডি. জাফর।
এতে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের প্রফেসর ড. জসিম উদ্দিন, প্রফেসর ড. মোঃ হেলাল উদ্দিন, তাজকিয়ার উপদেষ্টা এইচ আর মেহেবুব জিকো, উপদেষ্টা এইচ এম রাশেদ খান, উপদেষ্টা ও প্রিমিয়ার বিশ্ববিদ্যালয়ের প্রফেসর ড. মীর মোঃ তরিকুল ইসলাম, এস এম মুর্শিদ-উল-আলম প্রমুখ।
এছাড়া কেক কেটে ও নানা গেইমস আয়োজনের মাধ্যমে বর্ষপূর্তি উৎসবটি উদযাপন করা হয়। উক্ত বর্ষপূর্তি অনুষ্ঠানে বক্তারা তাজকিয়া’র চারটি মিশনকে ধারণ করে, ভিশন “প্রতিটি যুবপ্রাণে ঐশী প্রেমের জাগরণ” এর লক্ষ্যে কাজ করে যাওয়ার আশাবাদ ব্যক্ত করেন।
পাশাপাশি প্রতিটি শাখা কমিটি তাজকিয়ার ভিশনারি পরিকল্পনাসহ আগামী তিন মাসের কর্মসূচি পরিকল্পনা উপস্থাপনের মাধ্যমে বাস্তবায়নের প্রতিশ্রুতি করেন। মাইজভাণ্ডারী গানের আসরে পরিবেশন করেন তাজকিয়ার সদস্যবৃন্দ।।