এম জাহাঙ্গীর নেওয়াজ, রাঙ্গুনিয়াঃ
রাঙ্গুনিয়া লালানগর এলাকায় এক অসহায় মহিলার বসত ঘর সন্ত্রাসীরা ভেঙ্গে দেওয়ার ঘটনায় ব্যপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।
দিন দুপুরে এই ধরনের ঘটনায় এলাকায় আতঙ্ক বিরাজ করছে। রাঙ্গুনিয়া উপজেলা লালানগর বেরীবাদ এলাকার সৌদ্দ আন্দর বাড়ি নাছিমা আক্তারের বসত ঘরে গত ২৬ শে সেপ্টেম্বর বৃহস্পতিবার এই ঘটনা ঘটে।
ভুক্তভোগী মহিলা রাঙ্গুনিয়া মডেল থানায় মোহাম্মদ নুর উদ্দিন (৫৫) মোহাম্মদ আসিফ (২১) জাকির হোসেন (৫৫) এবং অজ্ঞাত ৭-৮ জনের একটি সন্ত্রাসী দল ঘর ভাঙচুর করার অভিযোগ দায়ের করেন।
ঘটনাস্থলে গিয়ে জানাযায়, এলাকার কিছু কুচক্রী মহলের যোগসাজছে এই মহিলার অসহায়ত্তের সুযোগ নিয়ে বাড়ি ভিটা ছড়া করিতে সন্ত্রাসী লেলিয়ে দিয়ে দিন দুপুরে বসতবাড়ি ভাঙচুর করে ঘরের দরজা ফার্নিচার আসবাবপত্র গ্যস সিলিণ্ডার ছালের টিন সহ সব মালামাল লুটপাট করে আনুমানিক তিন লক্ষ টাকার মালামাল নিয়ে যায়।
তিনি এখন সব হারিয়ে পাগলের মতো মানুষের ধারে ধারে ঘুরছেন। ঘর হারা নাছিমা রাতে স্বজনদের ঘরে রাত যাপন করছেন বলে জানান, তিনি এই ব্যপারে বতর্মান সরকারের সুদৃষ্টি কামনা করছেন।