শফিউল আলম, রাউজানবার্তাঃ
হযরত এয়াছিন শাহ্ পাবলিক কলেজের নবীনবরণ ও সংবর্ধনা অনুষ্ঠান কলেজ অডিটোরিয়ামে অধ্যক্ষ মোহাম্মদ আব্দুল মন্নানের সভাপতিত্ব অনুষ্ঠিত হয়েছে।
১৯ সেপ্টেম্বর বৃহস্পতিবার আয়োজিত এই অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বিশিষ্ট শিক্ষাবিদ ও লেখক গবেষক প্রফেসর ড. নূ ক ম আকবর হোসেন। সংবর্ধিত অতিথি ছিলেন অত্র কলেজের সহকারী অধ্যাপক ড. বিকিরণ বড়ুয়া।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন কলেজ গভর্ণিং বডির সদস্য মাওলানা গোলাম মোস্তফা শায়েস্তা খাঁন, সহকারী অধ্যাপক মো: বজলুর রহমান, উপজেলা বিএনপির যুগ্ম আহবায়ক মো.মোসলেহ উদ্দীন, রাউজান উপজেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য এম.মহিউদ্দিন জীবন, মো.আবুল কাসেম, হলদিয়া ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি এস এম.কামাল উদ্দীন, এয়াছিন শাহ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো.নাছির উদ্দীন, এয়াছিন নগর আদর্শ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক তপন কুমার বড়ুয়া, ডাবুয়া তারাচরণ শ্যামাচরণ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো.হারুন উর রশীদ, উত্তর সর্তা দরগাহ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক তড়িৎ কান্তি বড়ুয়া, ডাবুয়া উচ্চ বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক সঞ্জীব কুমার চৌধুরী , আশালতা কলেজের প্রভাষক রাজীব শীল।
শুভেচ্ছা বক্তব্য রাখেন শিক্ষার্থী মনির চৌধুরী, জামিলা বিনতে আজম চৌধুরী। উপস্থিত ছিলেন বিএনপি নেতা নুরুল আলম তালুকদার, জামাল উদ্দিন তালুকদার, ইউছুপ, হলদিয়া ইউনিয়ন ছাত্রদলের সাবেক যুগ্ন আহবায়ক মইনুদ্দিন বিপুল, হলদিয়া ইউনিয়ন সাবেক ছাত্রদলের নেতা মোহাম্মদ ওসমান গনি রুবেল, ছাত্রনেতা মোঃ হুমায়ুন জহির প্রমুখ।