শফিউল আলম, রাউজানবার্তাঃ
রাউজান থানার নবাগত অফিসার ইনচার্জ মীর মাহাবুবুর রহমানের সাথে মতবিনিময় করেন মাইজভাণ্ডারী গাউসিয়া হক কমিটি বাংলাদেশ রাউজান উপজেলার প্রতিনিধিদল।
১৮ সেপ্টেম্বর বুধবার বিকেল ওসির কার্যালয়ে মতবিনিময়কালে শাহানশাহ হযরত সৈয়দ জিয়াউল হক মাইজভাণ্ডারী (ক:) ট্রাস্টের নানামুখি মানবিক কর্মকাণ্ড এবং ট্রাস্টের যাকাত তহবিলের বই ওসির হাতে তুলে দেন প্রতিনিধিদল।
একই সাথে মহান ২৬ আশ্বিন ১১ অক্টোবর বিশ্বঅলি শাহানশাহ সৈয়দ জিয়াউল হক মাইজভাণ্ডারী (ক:)’র বার্ষিক ওরশ শরীফের দাওয়াত প্রদান করা হয়।
মতবিনিময়কালে উপস্থিত ছিলেন মাইজভাণ্ডারী গাউসিয়া হক কমিটি বাংলাদেশ কেন্দ্রীয় পর্ষদের সদস্য মঞ্জরুল ইসলাম চৌধুরী, অধ্যাপক আবু তাহের, সাদিকুজ্জামান শফি, কাজী হেলাল উদ্দিন, মহিউদ্দিন জীবন, দিদারুল আলম, জাগীর হোসেন, মামুন মিয়া, সাংবাদিক শাহাদাত হোসেন সাজ্জাদ, নাছির উদ্দীন, মাওলানা মহিম উদ্দিন, কাজী আসলাম উদ্দিন, মিনহাজুর আবেদীন প্রমুখ।