শফিউল আলম, রাউজানবার্তাঃ
চট্টগ্রাম-রাঙমাটি মহাসড়কে বালু ভর্তি ড্রাম ট্রাকের ধাক্কায় প্রাণ গেল সিএনজি অটোরিকশা চালকের। নিহতের নাম আব তৈয়ব (৪৫)। তিনি রাঙামাটি জেলার কাউখালী উপজেলার বেতবুনিয়া ৮নম্বর ওয়ার্ডের গোদারপাড় এলাকার সায়ের মোহাম্মদের ছেলে।
১০ জুলাই বুধবার রাত ১০টায় রাউজান উপজেলা সদর জলিল নগর এলাকার আমানিয়া হোটেলের দক্ষিণ পাশে এই ঘটনা ঘটে।
স্থানীয়রা জানান, নিহত সিএনজি চালক তৈয়ব গাড়ি রেখে আমানিয়া হোটেলে চা-নাস্তা পান করতে সড়ক পার হচ্ছিল। এ সময় সামনে থেকে আসা বালু ভর্তি ড্রাম ট্রাকের ধাক্কায় ঘটনাস্থলে সেই প্রাণ হারায়।
রাউজান হাইওয়ে থানার ইনচার্জ এস.আই সিরাজুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ড্রাম ট্রাকটি আটক করা হলেও চালক পালিয়েছে। তবে রাউজান থানায় মামলা হয়েছে।